ইউনাইটেড কমিউনিস্ট লীগের দিনাজপুর জেলা শাখার সম্পাদক কমরেড আনোয়ার আলী সরকারের জানাজা নামাজ ও দাফন সম্পন্ন।
২৬ জুলাই মঙ্গলবার বাদ আসর দিনাজপুর শেখ ফরিদ গোরস্থানের মাদ্রাসা মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে শেখ ফরিদ গোরস্থানেই তার দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। এর পূর্বে মাদ্রাসা মাঠে স্থানীয় বিভিন্ন সংগঠন তাকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এসময় শ্রদ্ধা জানান, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন নান্নু, কমিউনিস্ট লীগের নেতা তুষার কান্তি রায়, আখতার আজিজ, শাহীন রঞ্জু, সঞ্জিত প্রসাদ জিতু,জেলা বাম গণতান্ত্রিক জোটের দিনাজপুর জেলা সমন্বয়ক ও বাসদ সংগঠক কিবরিয়া হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি মেহেরুল ইসলাম, আলতাফ হোসাইন, বাসদ জেলা সভাপতি সারোয়ারুল হাসান ক্লিপটন,বাসদের ভারপ্রাপ্ত আহবায়ক সন্তোষ গুপ্ত,বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক মুনিরুজ্জামান মুনির, জাতীয় গণফ্রন্টের হিমেল মণ্ডল, ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক হবিবর রহমান, শাহীন, জিতু,বিপ্লবী ছাত্র মৈত্রীর জেলা নেতা লিটন রায়,মনির,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলতাফ হোসাইন,দিনাজপুর জেলা সভাপতি এ্যাডভোকেট মেহেরুল ইসলাম,সাধারন সম্পাদক ইকবাল হাসান, আনোয়ারুল ইসলাম,অমৃত রায়,বাসদ দিনাজপুর জেলা নেতা সারোয়ারুল হাসান ক্লিপটন,কিবরিয়া হোসেন,জনক রায়,বাসদ কেন্দ্রীয় আহ্বায়ক সন্তোষ গুপ্ত,জেলা নেতা হারুন অর রশিদ, গৌতম রায়,বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন দিনাজপুর জেলা পাঠচক্র ফোরামের সমন্বয়ক এ, এস,এম,মনিরুজ্জামান, সদস্য সুকুমার রায়, রতন রায়,সূর্য রায়।
এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কমরেড আনোয়ার আলী সরকারের সহকর্মী ও পরিবারের সদস্যবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। কমরেড আনোয়ার আলী সরকার ২৬ জুলাই মঙ্গলবার সকালে ঘাসিপাড়ার বাসভবনে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।