1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ পেশাদারী ভূমিকা রাখছে অপরাধ নির্মুল ও আইন- শৃঙ্খলায়! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক তথ্য মন্ত্রী ও সাবেক সাংসদ ড. আব্দুল মঈন খান সাহেবের সাথে উনার বাসভবনে সাক্ষাত কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন এস.এম আকতার উদ্দিন চৌধুরী  মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ভাঙচুর, মারামারিতে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠান পণ্ড বিএনপি নেতা নুরুল ইসলামের মুক্তির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্ধেকই গায়েব শিক্ষকতায় আজীবন সম্মাননা পেলেন ঈদগাঁও’র মহি উদ্দীন নবীগঞ্জে দেশী ও বিদেশী মদসহ দুই মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী   সাজানো ট্রাইব্যুনাল দিয়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে -গোলাম পরোয়ার নবীনগরে “ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার” গ্রুপের শীতবস্ত্র বিতরণ

গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ পেশাদারী ভূমিকা রাখছে অপরাধ নির্মুল ও আইন- শৃঙ্খলায়!

জেলার শ্রেষ্ট ওসি মনিরুজ্জামান

শ্রীপুর( গাজীপুর)থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২০৭ বার

গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শফিউল আলম বিপিএম এর দিক-নির্দেশনা অনুযায়ী আইন শৃঙ্খলার উন্নতি সহ শ্রীপর থানায় আসা সাধারন মানুষের সেবা শতভাগ নিশ্চিতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান। শ্রীপুর মডেল থানায় যোগদানের পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক উন্নতি হয়েছে বলে জানা গেছে।

থানা পুলিশের গ্রেফতার বানিজ্য কমেছে প্রায় শত ভাগ। বর্তমানে সাধারন ডাইরী কিংবা মামলা করতে এক টাকাও খরচ করতে হয় না। পাশাপাশি থানার সেবা নিতে আসা সাধারন মানুষের সাথে সরাসরি কথা বলে তাৎক্ষনিক ব্যবস্থা নেন ওসি মনিরুজ্জামান। শ্রীপুর পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের কারণে অপরাধ নিয়ন্ত্রন সহ সাধারন মানুষের সাথে পুলিশের সমন্বয় বেড়েছে বহু গুন। মুলত জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনা ও তার মনিটরিং এর কারনে সেবার মান বেড়েছে শ্রীপুর মডেল থানায়। কোন পুলিশ সদস্য বেআইনী কর্মকান্ডে লিপ্ত হলে তাৎক্ষনিক ব্যবস্থা নেন পুলিশ সুপার আর ওসি।

অপরাধ নিয়ন্ত্রনের পাশাপাশি পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী সম্প্রতি শ্রীপুরে চলে মাদক বিরোধী বিশেষ অভিযান। বর্তমানে শ্রীপুর মডেলথানার বিভিন্ন এলাকায় বিগত যে কোন সময়ের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। পুলিশের নিয়মিত অভিযানে অনেক মাদক ব্যবসায়ী ইতোমধ্যে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে।

সম্প্রতি গাজীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জুন /২০২২ ইং মাসে আইন শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, মাদক মামলা, গ্রেফতারি পরোয়ানা তামিল,জমিদখল,ধর্ষন,নারীনির্যাতন রোধ এবং মামলা নিষ্পত্তিতে বিশেষ ভূমিকা রাখায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ শফিউল আলম বিপিএম অপরাধদমন এবং মাদক উদ্ধারে অবদানের স্বীকৃতি স্বরূপ জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কারে ভূষিত করেন শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামানকে।
শ্রেষ্ঠ হওয়ার পুুরস্কার প্রসঙ্গে তার কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি আমার কাজটা দ্বায়িত্বের সাথে করি।

সর্বদা স্বচ্ছতার সাথে জবাবদিহিতার কথা মাথায় রেখে দেশ এবং জনগণকে সর্বোচ্চ গুরত্ব দিয়ে সেবাদানের মনমানসিকতা নিয়ে আমি আমার কাজটা করে যাই।
পুুরস্কারের কথা কখনো ভেবে দেখিনি আমি শুধুু আমার কাজটা করে যাই।

তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বে এখন অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা বিধানে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করছে
জনগণের সুরক্ষা নিশ্চিত করা, তাঁদের জানমালের নিরাপত্তা বিধান, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ হ্রাস ও অপরাধী গ্রেফতারে শ্রীপুর মডেল থনা পুলিশ পেশাদারী ভূমিকা রাখছে।

শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশে তিনি সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে চলেছেন। সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি

শ্রীপুরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে কথা বলে জানা যায়, গত ৫ মে ২০২২ ইং তারিখে বর্তমান ওসি মনিরুজ্জামান থানায় যোগদান করার পর হতেই শ্রীপুরের আইনশৃঙ্খলা বিগত যে কোনসময়ের চেয়ে শ্রীপুর থানাধীন বিভিন্ন এলাকার আইন- শৃঙ্খলা পরিস্থির উন্নতি সাধিত হয়েছে। সন্ত্রাসী,সাজাপ্রাপ্ত আসামী,মাদক ব্যবসায়ীদের গ্রেফতার এবং মাদকের ক্ষেত্রে থানা পুলিশ দৃষ্টান্ত তৈরি করতে চলেছে।

পুলিশের কঠোর অভিযানের কারনে মাদক ব্যবসায়ীরা অনেকে গ্রেফতার হয়েছে এবং অনেকে গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে চলে গেছে। মাদক ব্যবসায়ীদের দৌরাত্ব কম হওয়ায় সাধারন মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সন্ত্রাসী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পরিচালিত কঠোর অভিযান অব্যহত রাখার জন্য এলাকাবাসী পুলিশের প্রতি আহবান জানিয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা হাজী আফতাব উদ্দিন বলেন, শ্রীপুরের বিভিন্ন এলাকায় বর্তমানের আগের চাইতে অবস্থা বেশ উন্নতি ঘটেছে।প্রত্যাশা রাখতে চাই থানা পুলিশের এ দ্বারা অব্যাহত থাকুক।

পৌর আ’লীগের সাধারন সম্পাদক নুরে আলম মোল্লা বলেন, গাজীপুর-৩ আসনের এমপি ইকবাল হোসেন সবুজসব সময় মাদক,সন্ত্রাসী,জমিদখলের বিরুদ্ধে।তাঁর দৃঢ় অবস্থান বজায় রেখে চলেছেন থানা পুলিশ।আমি আশা করছি মাননীয় সংসদ সদস্যের দৃঢ়তার পাশাপাশি থানা পুলিশের সাথে সরকার দলীয় তৃণমূলের নেতা কর্মীদের আরও আন্তরিকতার সাথে সন্ত্রাস ও মাদক নির্মুলের বিরুদ্ধে কাজ করতে পারলে আমরা শ্রীপুরকে আধুনিক মানবিক উপ শহর গড়তে সক্ষম হব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম