1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুর মহানগর আওয়ামী লীগের ১নং ওয়ার্ড কমিটি ঘোষণায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন এস.এম আকতার উদ্দিন চৌধুরী  মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ভাঙচুর, মারামারিতে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠান পণ্ড বিএনপি নেতা নুরুল ইসলামের মুক্তির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্ধেকই গায়েব শিক্ষকতায় আজীবন সম্মাননা পেলেন ঈদগাঁও’র মহি উদ্দীন নবীগঞ্জে দেশী ও বিদেশী মদসহ দুই মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী   সাজানো ট্রাইব্যুনাল দিয়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে -গোলাম পরোয়ার নবীনগরে “ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার” গ্রুপের শীতবস্ত্র বিতরণ চৌদ্দগ্রামে সেনাবহিনীর অভিযানে শর্টগান সহ যুবক আটক

গাজীপুর মহানগর আওয়ামী লীগের ১নং ওয়ার্ড কমিটি ঘোষণায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ২১৬ বার

গাজীপুর মহানগর আওয়ামী লীগের ১নং ওয়ার্ড কমিটি ঘোষণায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গাজীপুর মহানগর আওয়ামী লীগের কাশিমপুর মেট্রোপলিটন থানা শাখার উদ্যোগে হাতীমারা স্কুল মাঠে অনুস্ঠিত ১-৬নং ওয়ার্ড আওয়ামী লীগের পরিচিতি ও কর্মীভায় কমিটি ঘোষণা নিয়ে গনমাধ্যমকর্মীদের ভুল তথ্য দিয়ে আমি মোহাম্মদ নুরুজ্জামান চিশতি আমার নামে সংবাদ পরিবেশন করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

উল্লেখ্য গত শনিবার (২৩ জুলাই) দুপুর থেকে রাত পর্যন্ত গাজীপুর মহানগর আওয়ামী লীগের কাশিমপুর মেট্রোপলিটন থানা শাখার উদ্যোগে
গাজীপুর মহানগর আওয়ামী লীগের কাশিমপুর থানা শাখার ১-৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের পরিচিতি ও কর্মীসভায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড.আজমত উল্লা খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল,মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য আনোয়ার হোসেন,খোরশেদ আলম রানা।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড.আজমত উল্লা খানের উপস্থিতিতে ১-৬নং ওয়ার্ড কমিটির নাম ঘোষনা করেন সে কমিটির ১নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী সদস্য পদে আমার নাম ঘোষণা করা হয়। পরবর্তিতে আমাকে নিয়ে আমার নামে সাংবাদিক ভাইদেরকে ভুল তথ্য দিয়ে একটি অনলাইন পোর্টাল ও একটি গত ২৪ ও ২৫জুলাই পত্রিকায় আমার ছবি ব্যাবহার করে সংবাদ পরিবেশন করায় তা পরবর্তীতে আমার দৃষ্টিগোচর হওয়ায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমি মোঃ নুরুজ্জামান চিশতি আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে বহুবছর ধরে আওয়ামী লীগের কেন্দ্রীয় ঘোষিত সকল মিছিল মিটিং আন্দোলনের সাথে আমার শত-শত নেতাকর্মী ও জনগনকে সাথে নিয়ে সকল ধরনের কর্মসূচিতে অংশ গ্রহণ করেছি। আমি দীর্ঘ কয়েক বছর গাজীপুর জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক ছিলাম। পরবর্তিতে বাংলাদেশ তাঁতী লীগের গাজীপুর জেলা একাংশের সভাপতি হিসেবে বর্তমান দায়িত্ব পালন করছি। আমার পদ পদবি ও আমার নেতৃত্বে আওয়ামী লীগের সকল কর্মসূচিতে ব্যাপক অংশ গ্রহণ দেখায় গুটি কয়েক ব্যাক্তি ইর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে সাংবাদিক ভাইদের ভুল তথ্য দিয়ে আমার সম্মান হানি ও দলীয় ইমেজ নস্ট করার পায়তারা করছে। আমি তাদের এহেন কার্যকলাপকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সংগে সাংবাদিক ভাইদের কাছে আমার আকুল আবেদন আপনারা বস্তু নিস্ট সংবাদ পরিবেশন করে আমাকে সহযোগিতা করুন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম