সারা দেশের ন্যায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে ২য় ধাপে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ভূমিহীন-গৃহহীন ৬৫ পরিবার পেল স্বপ্নের ঠিকানা।
২১ জুলাই বৃহস্পতিবার ৬৫ পরিবারের মাঝে জমির দলিল ও গৃহ হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই ) সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে গুইমারা উপজেলার ভূমিহীন ও গৃহহীন ৬৫ পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করা হয়েছে।
ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্প- ৩ পর্যায়ের আওতায় ২য় ধাপে বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীনদের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি গোলাম মোঃ বাতেন, বিশেষ অতিথি গুইমারা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেমং মারমা।
এ সময় উপস্থিত ছিলেন গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা।
এছাড়া উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়নের -ইউপি সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ভূমি ও গৃহহীন উপকারভোগী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।