খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুলাই বুধবার সকালে গুইমারা উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা, হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংশে চৌধুরী, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা হেডম্যান এ্যাসোসিয়নের সভাপতি চাইথোয়াই চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রাসাথোয়াই মগ, গুইমারা প্রেসক্লাবে সভাপতি নুরুল আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, কৃষি অফিসার ওন্কার বিশ্বাস, গুইমারা কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক সুশীল রঞ্জন পাল, গুইমারা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সমীরণ পাল, উপজেলা চেয়ারম্যান মেমং মারমা ও অনুষ্ঠানের সভাপতি।
বক্তারা গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের ২ বছর ১০ মাসের অধিকাল সময় দায়িত্ব পালন করায় কৃতজ্ঞতা প্রকাশ করে তার কর্মময় জীবনের সার্বিক উন্নতি কামনা করেন।
বিদায়ী নির্বাহী অফিসার তার বক্তব্যে গুইমারা উপজেলাবাসীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের নিকট দোয়া কামনা করেন।