মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধপাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গুইমারা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা এল জি ই ডি কর্মকর্তা আবদুল মান্নান, সমাজ সেবা কর্মকর্তা আফজাল হোসেন টিপু ।
আলোচনা সভায় বক্তারা এলাকার যুব ও তরুন সমাজ রক্ষার্থে মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।