চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার হারলা গ্রামে একই পরিবারে ৪ প্রতিবন্ধীর
অসহায় জীবন যাপন। স্বাভাবিক জীবন-যাপন করতে না পারার কারণে সাধারণ
মানুষের পাশাপাশি নিম্ন মধ্যবিত্ত, ভাসমান, শ্রমজীবী মানুষের পাশাপাশি
অসহায় অবস্থায় জীবন যাপন কর ছে এ পরিবারটি। যাদের কোন সহায় সম্বল
নেয়। শুধুমাত্র বাড়িভিটিই তাদের সম্বল।
চন্দনাইশ পৌরসভার হারলা গ্রামের খুইল্ল্যা মিয়ার প্রথম ছেলে শারীরিক ও
মানসিক প্রতিবন্ধী মফিজুর রহমান চায়ের দোকানে পানি আনা নেওয়া করে
জীবন যাপন করে। তার স্ত্রী অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে জীবিকা আহরন
করে। তাদের সংসারে ২ ছেলে, ৩ মেয়ে রয়েছে। ইতিমধ্যে এক মেয়ের বিবাহ হয়ে
যায়। চায়ের দোকানে প্রতিদিন পানি দিতে না পেরে মুফিজ অনেকের ঘরে
ঘরে গরুর দুধ এনে দিয়ে কিছু টাকা পায়। ২য় ছেলে আজম খাঁন একজন রিক্সা
কুলার। সে রিক্সা চালিয়ে সংসার চালায়। তার ১ ছেলে, ২ মেয়ে ও স্ত্রী সহ ৫ জনের
সংসার চলে রিক্সার উপার্জনের উপর। বর্তমানে মোটর চালিত রিক্সা বেড়ে যাওয়ায়
তার ভাড়া কম হওয়ায় বেকায়দায় পড়েছে এ সংসারটি। মেয়ে কমলার বিয়ে পর এক
সন্তানের জন্ম হয়। সন্তানের জন্মের পর পর তার স্বামী মারা যায়।
কমলা এখন উপজেলা আবাসিক এলাকায় বাসায় বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করে।
তার একমাত্র ছেলে মো. সাইফুউদ্দিন (২৬)সে ও শারীরিক প্রতিবন্ধী। একই
পরিবারে ৪ জন শারীরিক ও মানসিক প্রতিবন্ধী থাকলেও তারা সরকারিভাবে
যথাযথ সাহায্য সহযোগিতা পাচ্ছেনা বলে অভিযোগ করেন। গতবছর বন্যায়
কমলার ভাতার বহি নষ্ট হয়ে যাওয়ায় তাকে প্রায় ৬ মাস ধরে সমাজসেবা
কার্যালয়ের পক্ষ থেকে কোনরকম ভাতা দিতে পারেনি। এ বিষয়ে যথাযথ কতৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।