পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় সালনা হাইওয়ে থানা পুলিশের যাত্রী কল্যান ও চিকিৎসা সেবা কেন্দ্রের উদ্বোধন।
বৃহস্পতিবার (৭জুলাই) দুপুরে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা চৌরাস্তায় সালনা হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ মোঃ ফিরোজ হোসেনের উদ্যোগে
পবিত্র ঈদুল আজহায় ঘরমুখো মানুষদের পরিবহন যাত্রায় হয়রানী ও যানজটমুক্ত সুস্হতার সাথে চলাচলের জন্য যাত্রীদের কল্যান ও চিকিৎসা সেবা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান অনুস্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মল্লিক ফকরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন গাজীপুর এর সুযোগ্য পুলিশ সুপার জনাব আলী আহমদ খান (সদ্য অতিঃ ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) ।
হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের সিনিয়র অতিরিক্ত সহঃ পুলিশ সুপার আব্দুল কাদের জিলানী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানার অফিসার্স ইনচার্জ মোঃ আকবর আলী খান প্রমুখ।