গত শুক্রবার জুমার নামাজ শেষে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ এবং ফুলের শুভেচ্ছা বিনিময় করেন সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের বৈকালিক শাখার ভিপি মোহাম্মদ তাসিন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ নোমান চৌধুরী ,সহ-সম্পাদক কপিল কর,চান্দগাঁও থানা ছাত্রলীগের সহ-সভাপতি ফারহানুল হক রাকিব সহ বিভিন্ন ওয়ার্ড ,থানা এবং কলেজ নেতৃবৃন্দ।
এসময় নব-নির্বাচিত ছাত্র সংসদের ভিপি তাসিন শ্যামল বাংলা কে বলেন,আমরা নতুন নেতৃত্ব,পূর্বে যারা নেতৃত্বে ছিলেন তারা খুবই দক্ষতার সাথে সংগঠন পরিচালনা করেছিলেন।আপনাদের সহযোগিতায় অনুরূপভাবে আমরাও সিটি কলেজ ছাত্রলীগ এবং ছাত্র সংসদকে সুসংগঠিত ও সুশৃংখল ভাবে পরিচালনা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব বলে মনে করি।