কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপন অভিযান-২০২২ পালিত হয়েছে।
বুধবার (৬ জুলাই) সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমা আকতার। এ সময় উপজেলা আনসার ও ভিডিপি’র প্রশিক্ষক রোকন মাহমুদ, আনসার ভিডিপি দলনেতা আব্দুল খালেক, মো: মোস্তফা, কমান্ডার আব্দুর রশিদ, মনজুরুল হাসানসহ উপজেলা আনসার ও ভিডিপি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।