কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২০ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় জব্দকৃত জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যায় জাতীয় মৎস্য সপ্তাহের চতুর্থ দিনে চৌদ্দগ্রাম বাজারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: শেফাউল আলম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করেন চৌদ্দগ্রাম থানার এসআই শাহজাদার নেতৃত্বে পুলিশের একটি টিম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সজীব চৌধুরী, ক্ষেত্র সহকারী আব্দুল কাইয়ুম, অফিস সহায়ক হুমায়ুন কবির প্রমুখ।