1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে ২৫৭ পরিবার পাচ্ছে প্রধান মন্ত্রীর উপহারের স্বপ্নের নীড় - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাউজান বিএনপি’র ঘোষিত পকেট কমিটি বাতিলের ৭২ ঘন্টার আলটিমেটাম চৌদ্দগ্রামে ঢিলেঢালা ভাবে শেষ হলো তারুণ্য মেলা ও পিঠা উৎসব গলায় ভাত আটকে মারা গেলো সাংবাদিক কন্যার নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের নবীন বরণ ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল “বালক-বালিকা” উদ্বোধন ! ঠাকুরগাঁওয়ে আদিবাসীদের অধিকার আদায়ে প্রতিবাদ সমাবেশ কক্সবাজারে পরিবেশবান্ধব পর্যটন ও রক্ষিত এলাকায় রাজস্ব সংগ্রহ প্রক্রিয়া ও ব্যবস্থপনা বিষয়ক প্রশিক্ষণ বিএনসিইউপি’র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী এবং আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল এবং আলোচনা সভা প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মুরগী বিতরণ কার্যক্রমের উদ্বোধন বৈষম্যবিরোধী আন্দোলনে গুলির অভিযোগে খন্দকার শাহজাহানসহ ২জন গ্রেপ্তার

ঝিনাইদহে ২৫৭ পরিবার পাচ্ছে প্রধান মন্ত্রীর উপহারের স্বপ্নের নীড়

এম এ কবীর,ঝিনাইদহঃ
  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২১৩ বার

আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার- এ ¯েøাগানকে সামনে রেখে ঝিনাইদহে নির্মিত হচ্ছে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ‘স্বপ্নের নীড়’। আজ ২১ জুলাই তৃতীয় পর্যায়ে (দ্বিতীয় ধাপে) জেলার ৬টি উপজেলার ২৫৭ টি উপকার ভোগী পরিবারের কাছে ঘরের চাবী তুলে দেয়া হবে। এতে ৫ একর ১৪ শতক খাস জমি বন্দোবস্ত দেয়া হয়েছে যার বাজার মূল্য ২ কোটি টাকা। প্রতিটি সেমি পাকা ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ লক্ষ ৫৯ হাজার ৫শত টাকা।
গতকাল সকালে ঝিনাইদহ জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) রাজিবুল ইসলাম। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ঝিনাইদহ পৌর প্রশাসক ইয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসনের কর্মকর্তা এবং জেলায় কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিক বৃন্দ। প্রেস ব্রিফিং এ লিখিত বক্তব্যে বলা হয়। সারা দেশে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান মন্ত্রী ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। এ সময় তিনি জেলার হরিণাকুন্ডু উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করবেন। বক্তব্যে বলা হয় জেলার ৬টি উপজেলা এই ভিডিও কনফারেন্সিং এ যুক্ত থাকবে। সকাল ৯টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে সংসদ সদস্য,উপজেলা চেয়ারম্যান,উপজেলা নির্বাহী অফিসার, সরকারী কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক এবং উপকার ভোগীরা উপস্থিত থাকবেন।

বেদে সম্প্রদায়ের ৫৯টি পরিবারের জন্য আনন্দের দিন ঝিনাইদহের কালীগঞ্জে বেদে সম্প্রদায়ের ভূমিহীণ ও গৃহহীন ৫৯টি পরিবারের জন্য তৈরি করা হয়েছে পাকা ঘর। সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে বাওড়ের কোল ঘেষে বাংলাদেশে এই প্রথম এত বেশি বেদে পরিবারের এক স্থানে পাকা ঘরে বসবাস হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রæতি অনুযায়ী একটি পরিবারও গৃহহীন থাকবেন না এই প্রতিশ্রæতি বাস্তবায়নের জন্য আশ্রয়ণ-২ প্রকল্পের অধীন গৃহহীন ও ভূমিহীন বেদে সম্প্রদায়ের জন্য তৈরি করা হয়েছে এই বাসস্থান। বেদে সম্প্রদায়ের সদস্যরা পাকা ঘরে নতুন জীবনের স্বপ্নে বিভোর। পাকা এই বেদে পল্লীতে শিশুদের বিনোদনের জন্য তৈরি করা হয়েছে পার্ক। আনা হয়েছে বেশ কিছু রাইড। এছাড়াও তৈরি করা হবে মসজিদ। তাদের শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করা হবে। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জগন্নাথপুর গ্রামের মাজদিয়া বাওড়ের ধারে নির্মল পরিবেশে এই বাড়ি নির্মাণ করা হয়েছে। ৫৯টি পরিবারের প্রায় ৩০০ জন সদস্য এই পাকা পল্লীতে থাকবেন। বেদে সম্প্রদায়ের ঐতিহ্যের কথা মথায় রেখেই পল্লীটি নির্মান করা হয়েছে জলাধারের পাশেই। একটি পরিবারের জন্য দুইটি রুম, একটি রান্না ঘর ও একটি পাকা টয়লেট তৈরি করা হয়েছে। এছাড়াও স্থাপন করা হয়েছে গভীর নলকুপ। কাশীপুরের বেদে সদস্য কাঞ্চন বিবি জানান, তারা খুব আনন্দিত। কখনো তিনি ভাবতে পারেননি পাকা ঘরে ঘুমাবেন। মুলত তারা অন্যের জমিতে খুপড়ি ঘরে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করেছেন। এখন থেকে পাকা ঘরে ঘুমাবেন। সন্তানদের লেখাপড়া করাবেন। বেদে সম্প্রদায়ের নেতা হাবিবুর রহমান জানান, কালীগঞ্জ উপজেলায় প্রায় ৭শ বেদে পরিবার রয়েছে। এর মধ্যে গৃহহীন ও ভূমিহীন রয়েছে বেশ কয়েকটি পরিবার । কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন জানান, বেদে সম্প্রদায়ের সদস্যরা দীর্ঘদিন ধরে মানবেতন জীবনযাপন করে আসছে তাদের পরিবারের জীবনমান উন্নয়ন, বেদে পরিবারের শিশুদের লেখাপড়ার, বিনোদনসহ বিভিন্ন সুযোগ সুবিধা রাখা হয়েছে এই বেদে পল্লীতে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম