ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার গড়েয়া হাটের স্থায়ী দোকানে জোর পূর্বক টোল আদায়ের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ৪ জুলাই সোমবার রাতে গড়েয়া হাটের ধান হাটিতে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন, নয়া গড়েয়া হাট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মোজাহারুল ইসলাম লাভলু, গড়েয়া হাট ইজারাদার নারায়ণ চন্দ্র, গড়েয়া হাট সভাপতি ও গড়েয়া ইউনিয়নের চেয়ারম্যান রইছ উদ্দিন সাজু, গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফিজার রহমান দুলাল, সমাজ সেবক রুহুল ইসলাম শাহ, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার মিয়া, সমাজ সেবক নুরুল হুদা, আব্দুল জলিল প্রমুখ। এ সময় স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তরা অতিরিক্ত এ টোল প্রত্যাহারের জোর দাবি জানান। উল্লেখ্য, গড়েয়া হাটের বেশিরভাগ দোকান সরকারের কাছে লিজ নিয়ে এবং ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স ও চৌকিদারী টেক্স প্রদান করে ব্যবসা পরিচালনা করে আসছেন। কিছু দোকান মালিক ইনকাম টেক্সও প্রদান করে আসছেন। এর পরও সপ্তাহের রবি ও বুধবারে হাট ইজারাদার দোকান প্রতি ২০ থেকে ৫০ টাকা তুলছেন। এরে প্রতিবাদ সভা করেন স্থানীয় ব্যবস্থায়ী গণ ।