1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ের হরিপুরে আশ্রম প্রকল্পের বাড়ি বরাদ্দের অনিয়মের অভিযোগ উঠেছে । ভূমিহীনরা টাকা দিয়েও ঘর পাননি । - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ের হরিপুরে আশ্রম প্রকল্পের বাড়ি বরাদ্দের অনিয়মের অভিযোগ উঠেছে । ভূমিহীনরা টাকা দিয়েও ঘর পাননি ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১৫১ বার

ঠাকুরগাঁও জেলার হরিপুরে মুজিববর্ষের উপহারের আশ্রয়ণ প্রকল্পের বাড়ি বরাদ্দে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকৃত ভূমিহীনরা বাড়ি না পেলেও সেখানে বাড়ি পেয়েছেন বিত্তশালীরা। এমনকি সেখানে টাকা দিয়ে বাড়ি বরাদ্দ নিয়ে সেগুলো বিক্রিরও অভিযোগ পাওয়া গেছে। বিনামূল্যে এসব ঘর দেয়ার কথা থাকলেও ঘর পাইয়ে দেয়ার কথা বলে ভূমিহীনদের কাছে লক্ষ লক্ষ টাকা আদায় করেছেন ৩ নং– বকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের।
জানা যায় হরিপুর উপজেলার ৩ নং– বকুয়া ইউনিয়নে গোয়ালদিঘী গ্রামে ভূমিহীনদের জন্য সরকারের আশ্রয়ণ প্রকল্পে প্রথম ধাপে ২৬ ও দ্বিতীয় ধাপে ০৬টি ঘর বরাদ্দ দেওয়া হয়। মোট ৩২টি ঘরের মধ্যে ২৬টি ঘর ১ লক্ষ ২০ হাজার টাকার বিনিয়মে দেওয়া হয়েছে বিত্তবানদের। আর প্রকৃত ভূমিহীনদের কাছে টাকা নিয়েও দেওয়া হচ্ছে না ঘর।

ঘর না পেয়ে প্রতিদিন চেয়ারম্যানের বাড়ি, হরিপুর ভুমি অফিস ও ইউএনও’র অফিসে ধর্না দিচ্ছেন ভুক্তভুগীরা। ভুক্তভুগী ভূমিহীনরা অভিযোগ করে জানান, আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার কথা বলে ইউপি চেয়ারম্যান আবু তাহের ও তার লোক আমাদের কাছে প্রতি ঘরের জন্য ৭০ হাজার টাকা থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা নেন। কিন্তু সবাই ঘর পেলেও আমরা এখনো ঘর পাইনি বলে জানান আনোয়ার ও মানিক। অপরদিকে বিত্তবান ব্যক্তিদের মধ্যে জাকির হোসেন, এসতাব আলী, মমতাজ, আলতাফ উদ্দীন, আনোয়ার, ইসমাইল, মন্টু আলতাফ, আব্বাস উদ্দীন ও এসরাইল সহ আরো অনেকেই আশ্রয়ণ প্রকল্পের ঘর পান। এদের সকলেরেই নিজস্ব পাকা বাড়ি, ট্রাক্ট গাড়ি, মোটরসাইকেল, চাষাবাদের জমি-জায়গা আছে। এ ব্যাপারে ঘর পাওয়াদের সঙ্গে কথা বললে তারা জানান, প্রতিটি ঘরের জন্য চেয়ারম্যান ও কর্মকর্তাদের ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। তার পর আমরা ঘর পেয়েছি। আমরা তো বিনা পয়সায় থাকিনা। টাকা দিয়ে ঘরগুলো কিনে নিয়েছি। তবে এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আবু তাহেরের সাথে কথা বললে তিনি জানান, যা হয়েছে হরিপুর ভূমি কর্মকর্তা (এসিলেন্ট) জানেন। তার মধ্যমে সব হয়েছে। হরিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাকিবুজ্জামান বলেন, ইউপি চেয়ারম্যান আবু তাহেরের বিরুদ্ধে অনেক আগেই অভিযোগ পেয়েছি। তিনি ঘর দেওয়ার নাম করে বিভিন্ন জনের কাছে থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন। বিষয়টি একাধিকবার হরিপুর উপজেলা মিটিং উপস্থাপন করা হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহাবুবর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম