দুর্নীতি দমন কমিশনের ঠাকুরগাঁও জেলায় সমন্বিত জেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৩ জুলাই রোববার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে মতবিনিময় সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের (মহাপরিচালক, বিশেষ তদন্ত) অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, দুর্নীতি দমন কমিশনের রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো: আব্দুল করিম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনতোষ কুমার দে, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও জেলার উপ- পরিচালক এস,এম রাশেদুর রেজা প্রমুখ। এর আগে শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থিত দুর্নীতি দমন কমিশনের সমম্বিত জেলা কার্যালয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কার্যালয়ের উদ্বোধন করা হয়। পরে মোনাজাত অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলার পাশাপাশি ১২টি জেলায় নতুন সমন্বিত জেলা কার্যালয় উদ্বোধন করা হয় বলে জানান কর্মকর্তারা।