২৬ জুলাই মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হল চত্বরে সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র।
ঠাকুরগাঁও জেলা কৃষকলীগের আয়োজনে সম্মেলনে ঠাকুরগাঁও জেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক পবারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখবেন প্রধান অতিথি বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, প্রধান বক্তা বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, কেন্দ্রীয় কৃষকলীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, আব্দুল লতিফ তারিন, আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, ঠাকুরগাঁও সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, কেন্দ্রীয় কৃষকলীগের কার্যনির্বাহী সদস্য খন্দকার মো: জাহাঙ্গীর আলম, আরমানুল হক পার্থ, কৃষিবিদ লুৎফুল বারী আল ওসমানী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করবেন ঠাকুরগাঁও জেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ফরহাদ আহাম্মেদ চৌধুরী রিংকু।