হাইকোর্ট ও স্বরাষ্ট্র মন্ত্রালয়ের আদেশের প্রেক্ষিতে বন্ধ হতে যাচ্ছে ঠাকুরগাঁও পৌরসভার মধ্যে ট্রাক, ট্যাংলরী থেকে টোল আদায়। বৃহস্পতিবার (৩০ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা। এর আগে গত বুধবার (২৯ জুন) হাইকোর্টের ডিভিশন ব্র্যাঞ্চের বিচারক জে.বি.এম হাসান ও সর্দার রাশেদ জাহাঙ্গীরের আদেশে ২০২৩ সালের ২৫ জুন পর্যন্ত টোল আদায় বন্ধের নির্দেশ দেন। এর প্রেক্ষিতেই টোল আদয় বন্ধের ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে। পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা বলেন, আমি নিজেও ট্রাক ট্যাংলরির কাছে টোল আদায়ের বিরোধী। ২০১৮ সালে দেয়া হাইকোর্টের আদেশ অমান্য করে কি করে টোল আদায় হচ্ছিলো সেটা ঠিক আমার বোধগম্য নয়। বিষয়টি আমার জানা ছিল না। বিগত মেয়র কোন প্রকার ব্যবস্থা নেয়নি। নতুন আদেশের একটি কপি আমার হাতে এসেছে।
শীঘ্রই হাইকোর্টের আদেশ আমলে নেয়া হবে। জানা যায়, ঠাকুরগাঁও ট্রাক ও ট্যাংকলরী মালিক সমিতি ২০১৫ সালে পৌরসভায় টোল আদায় বন্ধের জন্য হাইকোর্টে একটি রিট আবেদন করেন। সেই সময় হাইকোর্ট আমলে নিয়ে ২০১৮ সালের জানুয়ারি মাসে টোল আদায়ের বন্ধের জন্য নির্দেশ দেন। কিন্তু হাইকোর্টের আদেশ না মেনে পৌর কর্তৃপক্ষ পুণরায় শহরের তিনটি স্থানে টোল আদায়ের জন্য আবারো ইজারা প্রদান করেন। সম্প্রতি ঠাকুরগাঁও ট্রাক ও ট্যাংকলরী মালিক সমিতি হাইকোর্টে আবারো টোল বন্ধের জন্য রিট করেন। সেই রিটের প্রেক্ষিতে ২৯ জুন হাইকোর্টের ডিভিশন ব্র্যাঞ্চের বিচারক জে.বি.এম হাসান ও সর্দার রাশেদ জাহাঙ্গীরের আদেশে ২০২৩ সালের ২৫ জুন পর্যন্ত টোল আদায় বন্ধের নির্দেশ দেন।
ঠাকুরগাঁও ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সোহেল রানা বলেন, শহরে অবৈধ ভাবে টোল আদায় করছে পৌর কর্তৃপক্ষ। লোড ও আনলোডের জন্য পৌর কর্তৃপক্ষ টোল আদায়ের চুক্তি করে ইজারা প্রদান করলেও সেই নীতি অনুসরন করে না ইজারাদারগণ। তারা পৌর শহরে চলনতো গাড়ি থামিয়ে টোল আদায় করছেন। ঠাকুরগাঁও ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সাধারণ সম্পাদক জাকারিয়া প্রমানিক বলেন, আমরা পৌর শহরের মধ্যে টোল বন্ধের জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করেছি। ২০২১ সালে টোল আদায় বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে একটি আদেশ পাস হয়। কিন্তু সেই আদেশ মানছে না পৌর কর্তৃপক্ষ। সেজন্য টোল বন্ধের জন্য হাইকোর্টে রিট করি। সেই প্রেক্ষিতে হাইকোর্ট ২০২৩ সালের ২৫ জুন পর্যন্ত টোল আদায় স্থগিত করার নির্দেশ প্রদান করেন। ২০২১ সালে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের দেয়া আদেশের প্রেক্ষিতে দেশের সকল সিটি কর্পোরেশন ও পৌরসভায় টোল আদায় বন্ধের নির্দেশ দেয়ার পরও ঠাকুরগাঁও পৌরসভায় টোল আদায়ে কেনো ব্যবস্থা না নেয়ায় পুলিশের প্রতি আক্ষেপ প্রকাশ করেন ঠাকুরগাঁও ট্রাক ট্যাংলরির সদস্যরা। এই বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, এর আগে আমি ট্রাক ট্যাংলরির থেকে কোনো প্রকার অভিযোগ পাইনি। তবে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের আদেশের বিষয়টি অবগত করে তারা একটি অভিযোগ করেছে। যেহেতু চাঁদাটা পৌরসভা নেয়, মেয়রের সাথে আলোচনা করে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।