রংপুরের গংগাচড়া উপজেলার তিস্তার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে,বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে “বস্ত্র বিতরণ” কর্মসূচীর আয়োজন করা হয়।
শুক্রবার(২৯ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী গংগাচড়া উপজেলা শাখার আয়োজনে গংগাচড়া উপজেলা আমীর অধ্যাপক মোঃ রায়হান সিরাজীর সভাপতিত্বে। উপজেলা সেক্রেটারি অধ্যাপক মোঃ তাজ উদ্দিনের পরিচালনায় অনুস্ঠিত হয়। উক্ত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও রংপুর জেলা আমীর মজলুম জননেতা অধ্যাপক মোঃ গোলাম রব্বানী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা জামায়াতের সেক্রেটারি, জননেতা মাওঃ মোঃ এনামুল হক। অনুস্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী সেক্রেটারি জনাব মোঃ নায়েবুজ্জামান, উপজেলা তারবিয়াত সেক্রেটারি জনাব মোঃ সাইফুল ইসলাম,লক্ষীটারী ইউনিয়ন সভাপতি মোঃ মোজাহিদুল ইসলাম সহ স্হানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে শত জুলুম-নির্যাতনের পরেও,সারাদেশে নানাধরণের প্রাকৃতিক দূর্যোগ, বিপদ-মসিবত,বন্যা,অগ্নিকাণ্ড সহ সব ধরনের দূর্যোগের সময়,মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা বিরামহীন ভাবে সাধ্যমত চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন,দেশের বিরাজমান নানা রকম সমস্যা সমাধান সহ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য,সৎ যোগ্য নেতৃত্বের মাধ্যমে একটি ইনসাফ পূর্ণ কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই।
তাই,তিনি জাতি,ধর্ম,বর্ন, দলমত নির্বিশেষে সকলকে এ ব্যাপারে সচেতন হয়ে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান এবং মহান রবের সাহায্য কামনা করেন।