দিনাজপুরের চিরিরবন্দরে একটি গাভী দুই মুখ বিশিষ্ট বাছুরের জন্ম দিয়েছে। বাছুরটিকে এক নজর দেখতে উৎসুক জনতা ভীড় করছে গাভী মালিকের বাড়িতে।
ঘটনাটি সোমবার (১৮ জুলাই) রাত সাড়ে ১১টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের আব্দুলপুর গ্রামে এমদাদুল হকের বাড়িতে দুই মুখ বিশিষ্ট বাছুরের জন্ম হয়েছে।
গরুর মালিক মোঃ এমদাদুল হক বলেন, দীর্ঘদিন ধরে বাড়িতে ফ্রিজিয়ান জাতের গাভী গরুটি লালন পালন করে আসছি। গত সোমবার রাতে গরুটি একটি বকনা বাছুর প্রসব করেছে। বাছুরটির দুইটি মুখ রয়েছে। যা দেখতে অস্বাভাবিক। জন্মের পর থেকেই বাছুরটি সুস্থই আছে। তবে খাচ্ছে না। একটি দুই মুখ বিশিষ্ট বাছুরের জন্ম হয়েছে ঘটনাটি চাউর হলে দুর-দুরান্ত থেকে মানুষ ছুঁটে আসছে বাছুরটিকে এক নজর দেখার জন্য। এতে বাড়িতে ভিড় লেগেই আছে।
আব্দুলপুর গ্রামের সাখওয়াত হোসেন বলেন, সকালে শুনলাম এমদাদুল ভাইয়ের গরুর দুই মুখ বিশিষ্ট একটি বাছুর জন্মেছে। সেটা এখনো বেঁচে আছে। তাই দেখেতে এলাম।
ভেটেরিনারী পল্লী চিকিৎসক মোবাশ্বেরর আলী শাহ্ বলেন, আমি এ গাভীটিকে জার্সি জাতের ভ্রুণ দিয়েছিলাম। গত সোমবার রাতে আমি বাছুরটি খালাস করে বের করেছি। তখনই লক্ষ্য করেছি এটি দুই মুখ বিশিষ্ট একটি বাছুর। বাছুরটি জন্মের পর থেকে খাচ্ছে না। তবে বাছুরটিকে বোতলের সাহায্যে দুধ খাওয়ানো হচ্ছে।