ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে “হেপাটাইটিস রোগের চিকিৎসা সেবা পৌঁছে যাক সবার কাছে”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা পর মিলনায়তনে আলোচনা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এসময়
মেডিকেল অফিসারবৃন্দ, এসএসএন, মেডিকেল টেকনোলজিষ্ট, স্যাকমো ও অফিসস্টাফ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান বলেন, হেপাটাইটিস রোগের চিকিৎসা সেবা সবার কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।