ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার কনিকাড়া গ্রামের রহিজ মিয়া (৭৮) নামে এক ব্যক্তি তার স্ত্রীর লাশ দাফনের ২৪ ঘন্টার মধ্যেই শোকে মারা গেছেন।
রোববার রাত ১১টা ২০ মিনিটে এ মর্মান্তিক মৃত্যু হয়। জানা যায়, শনিবার বিকেলে দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায় তার স্ত্রী আনোয়ারা (৬৫) ইন্তেকাল করেন। স্ত্রী আনোয়ারাকে দাফন করার পর স্বামী রহিজ মিয়া শোকে কাতর হয়ে পড়েন এবং মারা যান।
এ ঘটনায় এলাকায় শোকের মাতম দেখা দিয়েছে। স্বামী-স্ত্রীর এমন অগাধ ভালবাসার দৃষ্টান্ত খুবই বিরল। সোমবার সকাল ১০ টায় কনিকাড়া ঈদগাহ ময়দানে মরহুমের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এলাকাবাসিদের ভাষ্যমতে, রহিজ মিয়া একজন পরহেজগার লোক ছিলেন। তার ৫ ছেলে ও ৬ মেয়ে।