চট্টগ্রামের হাটহাজারীতে ইফতেখার হাসান (১৮) নামীয় এক সিএনজি চোরাকারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭ এর হাটহাজারী ক্যাম্প।
শনিবার (২ জুলাই) বেলা আড়াইটার দিকে হাটহাজারী উপজেলার মুহুরীহাট বটতল এলাকার একটি গ্যারেজে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় ওই গ্যারেজ থেকে ৫ টি চোরাই সিএনজি বেবিট্যাক্সিও উদ্ধার করে র্যাব। আটক ইফতেখার হাসান ওই এলাকার বদিউল আলমের পুত্র। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাটহাজারী থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে সংস্থাটি।