এক সময়ে মানুষেরা অনেক পেশার সাথে জড়িত ছিলো কালের বিবর্তে তা হারিয়ে গেছে।যুক্ত হয়েছে নতুন পেশা।রাজবাড়ী জেলা শহরে কিছুদিন আগেও দালান কোঠা, পাকা দোকানের সংখ্য কম ছিলো। নিরাপত্তা এবং অর্থনীতি উন্নতির সাথে গড়ে ওঠেছে পাকা ব্লিন্ডিং,ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছি টিনের দোকানের সেই ঝাপ দেয়া দরজা আর দেখা যায় না।টিনের ঝাপের পরিবর্তে হয়েছে সাটার দরজা,কাচেঁর দরজা।সাটার দরজা বেশ জনপ্রিয় এবং নিরাপদ।সাটার হওয়ার কারনে যত্নে রাখতে হয় সব সময়।দরজার আপ ডাউন ওয়েতে গ্রিজ দিতে হয়।এই গ্রিজ দেয়ার কাজে বেশ কিছু মানুষ করে থাকে।তেমনি একজন মোঃ সেলিম।দাদসী ইউনিয়নের বাসিন্দা।কথা হয় তার সাথে যে জানায় এই পেশা আগেও বড় বড় শহর গুলোতে থাকলে এখন সর্বত্র ছড়িয়ে পড়ছে।অনেক দোকানদার এটাকে ঝামেলা মনে করে আমাদের দিয়ে করায়।এক একটা সাটারের জন্য বিশ টাকা করে নিয়ে থাকি।সারাদিন আটশত এক হাজার টাকা আয় হয়।অল্প পুজিঁতে বেশ ভালো কাজ।