চট্টগ্রাম চন্দনাইশ উপজেলা আ.লীগের নির্দেশনা অনুযায়ী বরমা ইউনিয়ের ৫,৬,৭ নং ওয়ার্ডের
সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়। গতকাল ১৮ জুলাই বরমা ইউনিয়নের
৭নং ওয়ার্ডের সম্মেলন বরমা ত্রাহীমেনেকা উচ্চ বিদ্যালয় মিলানয়াতনের ইউনিয়ন
সভাপতি শহিদুল আজম কাজেমীর সভাপতিত্বে অনুষ্টিত হয়।
সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের সদস্য মাহাবুবুর
রহমান শিবলি, বিশেষ অতিথি ছিলেন প্রধান সমন্বয়ক আ.লীগ নেতা এম
কায়সার উদ্দীন চৌধুরী, আহসান ফারুক, বলরাম চক্রবর্তী, আবু হেনা ফারুকী,
সমীরন দাশ তপন, জাবের হোসেন। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন আ.লীগের
সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দীন চৌধুরী। আলোচনায় অংশ নেন, মফিজ্জুল
আকবর চৌধুরী, শাহাদাত হোসেন চৌধুরী, জসিম মাহামুদুর রহমান, জয়নাল
আবেদীন, মো. হারুন সওদাগর, শাহাব উদ্দীন চৌধুরী, মোস্তাফিজুর রহমান
মেম্বার, সিরাজুল ইসলাম, সাবেক মেম্বার আবু জাফর, আবদুর রহিম, জসীম
উদ্দীন, মেম্বার যথাক্রমে আনোয়ার হোসেন, মো. আবছার উদ্দীন, যুবলীগ নেতা
কৃঞ্চ চক্রবর্তী, শাখাওয়াত হোসেন, সরোয়ার কামাল প্রমুখ। পৃথক পৃথক
সম্মেলন শেষে ৫নং ওয়ার্ডের রেজাউল করিম চৌধুরীকে সভাপতি, মেম্বার
মধুসুদন দত্তকে সাধারণ সম্পাদক, ৬নং ওয়ার্ডের খোরশেদ আলমকে সভাপতি,
মো. কলিম উদ্দীনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।