কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ মমতাজুল উলুম ফরিদিয়া আলিম মাদরাসার প্রাক্তন ছাত্র সংসদের উদ্দোগে ঈদ পূর্ণর্মিলনী, কার্যকরি কমিটির বিদায় সংবর্ধনা ও নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।
শুক্রবার (১৫ জুলাই) বিকেলে মাদরাসা মিলনায়তনে অনুষ্টিত ঈদ পূর্নর্মিলনী ও বিদায় সংবর্ধনায় সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি আব্দু শাকুর।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ছাত্র সংসদের সদস্য মোঃ ফয়েজ কামাল।
সংসদের অর্থ সম্পাদক হাফেজ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল হক।
বিশেষ অতিথিদে মধ্যে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মোহাম্মদ ফয়সাল, ছাত্র সংসদের উপদেষ্টা মোহাম্মদ ইমরানুল হক, মোহাম্মদ আয়াজ উদ্দীন, সাবেক উপদেষ্টা মোহাম্মদ এরশাদুল হক, মোহাম্মদ আবদুর রহমান, সংসদের সহ সভাপতি হাফেজ নুরুল আমিন ও সাধারন সম্পাদক নুর মোস্তফা কামাল সাদেক বক্তব্য রাখেন।
এসময় প্রাক্তন ছাত্র সংসদের উপদেষ্টা, কার্যকরি কমিটিসহ বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
পরে ২০২২-২৩ সালের কার্যকরি কমিটি ঘোষনা করা হয়। এতে ২০১০ ব্যাচের মামুনুর রশিদ সভাপতি ও ২০১৫ ব্যাচের রাশেদুল ইসলাম সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, প্রাক্তন ছাত্র সংসদ বিগত ২০১৩ সালের জানুয়ারীতে যাত্রা শুরু করে। এরই মধ্যে ৫টি কার্যকরি কমিটি দায়িত্ব পালন করেছেন।