মাইজভান্ডারী দূরবীন ১ম খন্ড বইয়ের মোড়ক উম্মোচন করেছেন গাউসিয়া হক মঞ্জিল সাজ্জাদানশীন রাহাবারে আলম আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ হাসান মওলা মাইজভান্ডারী (মঃ)।সম্প্রীত বই উম্মোচনের সময় উপস্থিত ছিলেন লেখক মওলানা এস এম এম সেলিম উল্লাহ,প্রকাশ লায়ন বরুণ কুমার আচার্য্য বলাই মোঃ মাসুদুল করিম,মোঃ বাবুল, মোঃ তামজি,মোঃ তাজু সহ আরও অনেকেই। বইটি গীতিকার হচ্ছেন বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) রওজা শরীফের প্রাক্তন প্রধান খাদেম ও গবেষণা সহকারী মাইজভান্ডারী একাডেমি এস এম এম সেলিম উল্লাহ মাইজভান্ডারী।লায়ন বরুণ কুমার আচার্য্য বলাই এর প্রকাশিত মাইজভান্ডারী দূরবীন বইটি উৎর্সগ করছেন হযরত গাউসুল আজম মাইজভান্ডারী (ক.)সহ সকল আধ্যাত্মিক সাধকগণের পবিত্র যুগলচরণে।