মাগুরার শ্রীপুর উপজেলার ওয়াপদা এলাকায় গত ১৬ জুলাই শনিবার বিকেলে পরিবহন শ্রমিককে মারপিট করে হত্যার অভিযোগে ৪ পুলিশ সদস্যসহ ৫জনের নামে হত্যা মামলা দায়ের করেছে নিহতের স্ত্রী যমুনা বেগম।
অভিযোগে বাদিনী জানায়, ঘটনার দিন রাশেদুল ইসলাম নামে এক ব্যক্তির মিথ্যা অভিযোগে নাকোল পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই জামাল, এএসআই সিরাজ মোল্যা, এএসআই জসিম, এএসআই ভবেন ও পুলিশ ভ্যানের ড্রাইভার নাজমুল তার স্বামীকে ওয়াপদা বাস স্টান্ডের কাউন্টারের মধ্যেই বেদম মারপিট করে। এতে তিনি গুরুতর আহত হয়ে পড়লে ওই পুলিশ সদস্যরা তাকে প্রথমে নাকোল ক্যাম্পে ও পরে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ১৮ জুলাই সোমবার দুপুরে মাগুরা দ্বিতীয় আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচি রায় উভয়পক্ষের যুক্তিতর্ক শুনে বাদিনীর অভিযোগ এফআইআর হিসেবে গণ্য করে পিবিআই কে তদন্তের আদেশ দেন।