মীরসরাইয়ে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। ১৬ জুলাই (শনিবার) দুপুরে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ১নং করেরহাট ইউনিয়নের অলিনগর এলাকায় হরিঙ্গাটিলা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪০-৪৫ বছর।
স্থানীয়রা লাশটি দেখে পুলিশে খবর দিলে জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম গিয়ে লাশ উদ্ধারের পর সুরতহাল সংগ্রহ করে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। লাশের পরিচয় শনাক্ত ও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।