1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মেদাকচ্ছপিয়া বনাঞ্চল থেকে বালু উত্তোলন বন্ধে র‍্যাব ও বনবিভাগের যৌথ উদ্যোগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশেষ শিশুদের উন্নয়নে স্বেচ্ছাসেবী প্রকল্প ‘স্বপ্নতরী’ মাগুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু! মাগুরায় ভূমিদস্যু আখ্যা দেওয়ার প্রতিবাদ ও পৈতৃক সম্পত্তি উদ্ধার করতে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে হরিপুরে মটরসাইকেল চুরির দায়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে কনকাপৈতের তাফসীরুল কুরআন মাহফিলের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন রাজধানীর পল্লবীতে সাংবাদিক সমিতির জমিতে  অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে পতন, এম পি ইলিয়াস মোল্লার একটি অপরাধ সাম্রাজ্য শ্রীপুর পৌরসভার উন্নয়ন এখন রুপকথা নয়,হবে দৃশ্যমান!লুটপাট বন্ধে একট্রা প্রশাসক!! চৌদ্দগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ পথ বন্ধ করে কাঁচাবাজার স্থাপন, কোমলমতি শিক্ষার্থীদের ভোগান্তি চরমে ঠাকুরগাঁওয়ে সেতু নির্মাণ কাজ রেখে পালিয়েছেন ঠিকাদার, দুর্ভোগে এলাকাবাসী

মেদাকচ্ছপিয়া বনাঞ্চল থেকে বালু উত্তোলন বন্ধে র‍্যাব ও বনবিভাগের যৌথ উদ্যোগ

সেলিম উদ্দীন,কক্সবাজার
  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১৩১ বার

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের মেদাকচ্ছপিয়া বনবিটের অধীনে পাহাড়ের বালু ও মাটি লুট বন্ধে কার্যকরী উদ্যোগ নিয়েছে র‌্যাব-১৫ ও বনবিভাগ।

১৯ জুলাই মঙ্গলবার দুপুরে র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খায়রুল ইসলাম ও কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকারের নেতৃত্বে র‍্যাব এবং বনবিভাগের টিম বনাঞ্চল পরিদর্শন করেন।

এসময় কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জাধীন মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান এবং পাগলির বিল এলাকার অবৈধভাবে বালু উত্তোলনের স্পটগুলো ঘুরে দেখেন।

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন কক্সবাজার উত্তর বন বিভাগ, সহকারী বন সংরক্ষক প্রান্তোষ চন্দ্র রায়, ফুলছড়ি ও ফাঁসিয়াখালি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তাগণ ও স্টাফগন, বন বিশেষ টহল দল।

র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খায়রুল ইসলাম বনাঞ্চলের ভিতর থেকে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন, বন ও বনভূমি রক্ষায় বন বিভাগের সাথে র‍্যাব সব সময়
আছেন। বনবিভাগকে রক্ষার জন্য সব সময় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

স্থানীয়রা জানান, বনের ভিতরে বালু ইজারার নামে ধ্বংস করা হচ্ছে বনভূমি। স্থানীয় দখলবাজ ও প্রভাবশালী সিন্ডিকেট এসব ঘটনার সাথে জড়িত ছিল।
কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জে পাহাড়ের বালি, মাটি শেষ হওয়ার পথে। দখলবাজচক্রের হাতে ধ্বংসপ্রায় সবুজ প্রকৃতি।

স্থানীয়রা বলছেন, বিস্তীর্ণ বনভূমিতে রাজত্ব করছে চিহ্নিত বনখেকোরা। ছরাখাল ও পাহাড়ের পাদদেশ থেকে অবাধে চলছে বালু উত্তোলন। দখলবাজদের ছায়া হয়ে আছে রাজনৈতিক দলের প্রভাবশালী নেতারা। শ্যালো মেশিন (ড্রেজার) বসিয়ে ছরা থেকে অবৈধভাবে বালু তোলার কারণে আশপাশের এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার উত্তর বন বিভাগীয় কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার বলেন, আমরা ইতোমধ্যে বেশকবার অভিযান চালিয়ে বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস করেছি। মামলাও হয়েছে। তবু দমানো যাচ্ছে না।

ডিএফও আনোয়ার হোসেন আরও বলেন, সীমিত জনবল, লজিস্টিক সাপোর্ট নিয়ে অভিযান চালানো ও বনজসম্পদ রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে। তাই যৌথ অভিযানের জন্য জেলা প্রশাসন,র‌্যাব-১৫ সহ সংশ্লিষ্টদের সহযোগিতা চাওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম