রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের কুমার পাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা জামিয়ার রহমানের (৪৫) বিরুদ্ধে গত ২১ জুন গঙ্গাচড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন একই গ্রামের বাসিন্দা নলীতা রানী (৪৪)। সেই থেকে জামিয়ার রহমান পলাতক।
অভিযোগে বলা হয়, জামিয়ার রহমান গোপনে নলীতা রানীর গোসলের ভিডিও ধারণ করে কুপ্রস্তাবে জড়ানোর এবং ১০ হাজার টাকা দাবি করে অন্যথায় সোশ্যাল মিডিয়ায় প্রচার করে দেয়ার হুমকি দেয়।
নলীতা রাণী জানায়,থানায় অভিযোগ দায়েরের পর থেকে জামিয়ার রহমান বিভিন্ন দেওয়ানী দরবারের মাধ্যমে মীমাংসার প্রস্তাব পাঠিয়েছে তবে একে একে সব প্রস্তাবই প্রত্যাখান করেছি। যার পর থেকেই বিভিন্ন লোকজনের মাধ্যমে আমাকে হুমকি ধামকি দিয়ে আসছে কিন্তু আমি কোনভাবেই মীমাংসার প্রস্তাবে রাজী হয়নি।
গত ১৯ জুলাই দিবাগত রাত আনুমানিক ৩ ঘটিকায় নলীতা রানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।নলীতা রাণীর শ্বাশুড়ি কেশো বালা (৬৫) জানায়, গভীর রাতে তার গায়ে ও মুখে ডিজেলের ঝাঁপটা পড়লে ঘুম ভেঙে যায় তাৎক্ষণিক দরজার পাশে টিনের বেড়ায় আগুন দেখে চিৎকার চেঁচামেচি শুরু করলে কয়েকজন পাড়া-প্রতিবেশী এসে আগুন নিয়ন্ত্রণ করেন।ঘরের টিনের বেড়া ও টেবিলে রাখা কিছু আসবাবপত্র পুড়ে যায়। বাড়ির পিছনের দরজার বাঁধন কেটে বাড়িতে প্রবেশ করে এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক কিছু আলামত পাওয়া গেছে।কেশো বালার চিৎকারে বাড়ির আঙ্গিনায় ডিজেলের জারকিন ও একটি গ্লাস রেখেই পালিয়ে যায় দূর্বৃত্তরা।নলীতা ও তার ছেলে তপন চন্দ্র তাদের পিছনে ধাওয়া করেও ধরতে ব্যার্থ হয়।
অগ্নিসংযোগের ঘটনাটি জামিয়ার রহমানের ভাড়াটিয়া লোকজনই ঘটিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী নলীতা রাণী তবে অগ্নিসংযোগের ব্যাপারে অভিযুক্ত জামিয়ার রহমানের সাথে মুঠোফোনে কথা হয় প্রতিবেদক সানজিম মিয়ার সাথে তার দাবী,এগুলো সাজানো নাটক।কাউকে ধরতে পারলেই প্রমাণ হয়ে যেত।