রাউজানে আর আর এ সি মডেল সরকারি হাই স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে অপচনশীল প্লাস্টিক ময়লা-আবর্জনা কিনে নিয়েছেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।বরিবার(২৪জুলাই) দুপুর ১২টায় ঝড় বৃষ্টি অপেক্ষা করে শিক্ষার্থীদের কাছ থেকে ৪ শত বস্তা প্লাস্টিক,পলিথিন, বোতলসহ অপচনশীল আবর্জনা ২শত টাকা করে ক্রয় করেন মেয়র।শিক্ষার্থীরা জানায়,বাড়িতে জমিয়ে রাখা অপচনশীল প্লাস্টিক,আবর্জনা বস্তা ভরে স্কুলে নিয়ে আসলে রাউজান পৌর মেয়র প্রতিজন শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি বস্তা ২শত টাকা করে কিনে নেন।এখন বাড়িতে জমানো অপচনশীল প্লাস্টিক, আবর্জনা স্কুলে নিয়ে আসলে মিলছে টাকা।রক্ষা হচ্ছে আমাদের চারপাশের পরিবেশও।রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের এমন উদ্যোগ প্রশংসনীয় বলে জানান শিক্ষার্থীরা।রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র গ্রাম হবে শহর এই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে রাউজানের সংসদ সদস্য এ.বি.এম ফজলে করিম চৌধুরীর দিকনির্দেশনায় পরিচ্ছন্ন পরিবেশ বান্ধব, মডেল ও আধুনিক পৌরসভা গড়তে এই উদ্যোগ।শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ক সচেতন করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক অপচনশীল এই আবর্জনা সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান মেয়র।এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মুনিরুজ্জামান চৌধুরী,আর আর এ সি মডেল সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ,যুবলীগ নেতা আবু ছালেক,সাবের হোসে,ছাত্রলীগ নেতা নাছির উদ্দিনসহ শিক্ষক-শিক্ষার্থীরা।