রাউজানে অগ্নিকাণ্ডে একটি মুদির দোকান পুড়ে ছাই হয়েছে। ১৭ জুলাই রবিবার ভোররাত ৩ টার সময়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের দলিলাবাদ এলাকার শাহ মোহাম্মদ চৌধুরীর বাড়ীর মুখে বড়পুকুর পাড়ে।অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে রাউজান ফায়ার ষ্টেশন থেকে দমকল বাহিনীর সদস্যরা উপস্থিত হওয়ার আগে দোকান মালামাল সহ পুড়ে ছাই হয়ে যায়।স্থানীয়রা ধারন করছেন বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে।ক্ষতিগ্রস্ত মোহাম্মদ আবছার বলেন আগুনে মুদির দোকান ও দোকানের মালামাল পুড়ে ছাই হয়েছে।এতে প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।