দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র নতুন আউটলেটের যাত্রা শুরু হলো রাউজানে।রবিবার (৩১ জুলাই) সকাল ১১টায় রাউজান সদর মুন্সীরঘাটায় নানা আয়োজন ও মিলাদ মোনাজাতের মাধ্যমে নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়।স্বপ্নর নতুন আউটলেটের শুভ উদ্বোধন করেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, জেবুন নেছা আক্তার।এ সময় উপস্থিত ছিলেন স্বপ্ন’র রিজিওনাল হেড অফ অপারেশনস আবদুল্লাহ আল মাহবুব, রিজিওনাল সেলস ম্যানেজার সাইফুর রব তারেক, রিজিওনাল অডিটর নাজমুল আলম, রিজিওনাল ফাইন্যান্স আমিনুল ইসলাম,স্বপ্নের ফ্র্যাঞ্চাইজি এক্সপ্যানশন ম্যানেজার নাহিদুল ইসলাম, এরিয়া ম্যানেজার এনামুল হক, স্বপ্নের আউটলেট ম্যানেজার ইব্রাহিম, রাউজান আউটলেট ফ্র্যাঞ্চাইজি মোহাম্মদ শাহ আলম ও মাহবুবুল আলমসহ আরো স্থানীয় গণ্যমান্য ব্যক্তবর্গ।স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘স্বপ্ন এখন দেশের ৪০টি জেলায়। রাউজান স্বপ্ন আউটলেট টি আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে।আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে গ্রাহকরা নিয়মিত এই আউটলেটে কেনাকাটা করবেন। আমরা গ্রাহকদের পরামর্শ এবং মূল্যায়ন আশা করি। গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে সবসময় অগ্রাধিকার দেয় স্বপ্ন।নতুন এই শাখার উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য মাসব্যাপী আকর্ষণীয় অফার দিচ্ছে স্বপ্ন। থাকছে হোম ডেলিভারি সেবা।