1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গাটুঙ্গি ইউনাউটেড মহিলা ফুটবল একাডেমি- ঠাকুরগাঁও এর গর্ব । - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৩১ দফার লিফলেট বিতরণ করে মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এস এ জিন্নাহ কবীর ঠাকুরগাঁওয়ে মধ্যযুগীয় কায়দায় সিঁধ কেটে চুরি ! বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক তথ্য মন্ত্রী ও সাবেক সাংসদ ড. আব্দুল মঈন খান সাহেবের সাথে উনার বাসভবনে সাক্ষাত কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন এস.এম আকতার উদ্দিন চৌধুরী  মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ভাঙচুর, মারামারিতে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠান পণ্ড বিএনপি নেতা নুরুল ইসলামের মুক্তির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্ধেকই গায়েব শিক্ষকতায় আজীবন সম্মাননা পেলেন ঈদগাঁও’র মহি উদ্দীন নবীগঞ্জে দেশী ও বিদেশী মদসহ দুই মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী  

রাঙ্গাটুঙ্গি ইউনাউটেড মহিলা ফুটবল একাডেমি— ঠাকুরগাঁও এর গর্ব ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ১৫০ বার

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় ব্যতিক্রমী এক উদ্যোগে ঠাকুরগাঁও জেলার প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা হয়ে উঠেছে ফুটবলার। এলাকার ক্রীড়ানুরাগী অধ্যক্ষ তাজুল ইসলাম নিম্নবিত্ত পরিবারের মেয়েদের নিয়ে ঠাকুরগাঁও জেলা শহর থেকে ৪০ কিলোমিটার দূরে হোসেন গাঁও ইউনিয়নের নয়নপুর গ্রামে গড়ে তুলেছেন রাঙ্গাটুঙ্গি ইউনাউটেড মহিলা ফুটবল একাডেমি নামে একটি মহিলা ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র।

২০১৪ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটিকে প্রতিষ্ঠার পর আর পিছু ফিরে তাকাতে হয়নি। বর্তমানে এই ক্লাবে ৫৪ জন নারী ফুটবলার রয়েছেন, যাদের মধ্যে ৪ জন বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলছেন। তারা হলেন অনন্য মুরমু বীথি, কোহাতী কিসকু, স্বপারাণী ও সোহাগী কিসকু। তাদের এই অর্জন ঠাকুরগাঁও এর জন্য গর্বের ও আনন্দের। ক্লাবের হয়ে এযাবৎকালে মোট ১২ জন নারী ফুটবলার জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন। এছাড়াও বর্তমানে ক্লাবটির ১৭ জন খেলোয়ার বিকেএসপিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। সম্প্রতি ক্লাবের দুজন খেলোয়ার কাকলী আক্তার ও ইশরাত জাহান ঈশিতা বাংলাদেশের হয়ে পর্তুগালে অনুষ্ঠিতব্য একটি ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছেন।

দেশের বিভিন্ন পর্যায়ে ক্লাবটির রয়েছে অসংখ্য অর্জন। ফুটবল দিয়ে সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ‘রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমি’ ২০১৭ সালে পেয়েছে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’। ক্লাবটি রাণীশংকৈলের জঙ্গলবিলাস নামের একটি মাঠে অনুশীলন করে থাকে। মাঠটি সরকারি খাস খতিয়ানভূক্ত একটি জমি যার আয়তন প্রায় আট একর বিরাশি শতক। ক্লাবটির বিশাল বড় মাঠ থাকলেও নেই কোন চেঞ্জ রুম/ড্রেসিংরুম ও ওয়াশরুম। মেয়েদেরকে অনেক দূরে অবস্থিত একটি কক্ষে খেলাধুলার জন্য প্রস্তুতি নিতে হয় যা নারী ফুটবলারদের জন্য একটি কষ্টসাধ্য বিষয়।

কিছুদিন পূর্বে ক্লাবটি পরিদর্শনে যান ঠাকুরগাঁও জেলার সম্মানিত ঠাকুরগাঁও জেলা প্রশাসক জনাব, মোঃ মাহবুবুর রহমান। এ সময় তিনি ক্লাবটিকে একটি ওয়াশব্লক সহ চেঞ্জরুম দেয়ার আশ্বাস দেন এবং ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এছাড়াও তিনি মাঠের সীমানা নির্ধারণ করে ও সংরক্ষণ করে যে কোন রকম বেদখল হওয়া বন্ধ করা হবে মর্মে প্রতিশ্রুতি প্রদান করেন। তিনি জানান, ক্লাবের যে কোন প্রয়োজনে সরকার সব সময় ক্লাবটির পাশে থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম