মাদারীপুরের রাজৈর উপজেলার রাজৈর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। রাজৈর প্রেস ক্লাবের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মতিয়ার রহমান (দৈনিক মাতৃভাষা) ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফিরোজ ঢালী (দৈনিক বনিক বার্তা)।
রাজৈর প্রেস ক্লাবের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রেসক্লাবের নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশন শুক্রবার (১৫ জুলাই) বিকাল ৫ ঘটিকার সময় আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
এছাড়া সহ-সভাপতি পদে এড. গৌরাঙ্গ বসু (দি ডেইলি মর্নিং অবজারভার), সহ-সাধারণ সম্পাদক পদে নাজমুল কবীর (দৈনিক আমার কাগজ), সাংগাঠনিক সম্পাদক পদে অনাদি কুমার মন্ডল (এশিয়ান টেলিভিশন), দপ্তর সম্পাদক পদে শেখ সাজেদুল হক বোরাক (দৈনিক সোনালী বার্তা), অর্থ সম্পাদক পদে কাজী নজরুল ইসলাম (দৈনিক ডেসটিনি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরুল ইসলাম (দৈনিক এশিয়া বানী), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সাজেদুল ইসলাম শাওন (দৈনিক নওরোজ), কার্যর্নিবাহী সদস্য পদে সাহাবুদ্দিন সাহা (দৈনিক দেশসেবা), এফ.আর. মামুন (দৈনিক নয়া দিগন্ত) , কাজী নজরুল ইসলাম (দৈনিক বাংলাদেশ সমাচার), নূরজাহান পারুল (দৈনিক আজকের সংবাদ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
রাজৈর প্রেসক্লাবের নির্বাচন পরিচালনার জন্য গঠিত ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করেছেন। প্রধান নির্বাচন কমিশনার এর দ্বায়িত্ব পালন করেছেন মনিন্দ্র নাথ বাড়ৈ (প্রধান শিক্ষক, রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়), নির্বাচন কমিশনার (১) এর দ্বায়িত্ব পালন করেছেন রবীন্দ্রনাথ সরকার (ম্যানেজার, সোনালী ব্যাংক লিমিটেড রাজৈর শাখা) এবং নির্বাচন কমিশনার (২) এর দ্বায়িত্ব পালন করেছেন আবদুস সবুর মিয়া প্রধান শিক্ষক, পূর্ব নাগরদী সঃ প্রাঃ বিদ্যালয়)।