কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ প্রবাসী ইউনিটের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও নতুন কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৫ জুলাই) উপজেলার জালাল মেমোরিয়াল হাই স্কুল অডিটোরিয়াম রুমে
এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও সংবর্ধিত প্রবাসী ইউনিটে হাতে ক্রেস্ট তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট ইউনুস ভুইঁয়া।
এ সময় তিনি বলেন, মুদাফরগঞ্জ শাখার প্রবাসী ইউনিট সংগঠনটি মানবিক কার্যক্রম এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রবাসী ইউনিট সংগঠনটি দুর্যোগে, মানুষের বিপর্যয়ে নিজেদের উৎসর্গ করে যাচ্ছেন।
জানা যায়,২০১৬ সালে প্রবাসী ইউনিট নামে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।২০২২ জুন পর্যন্ত বিভিন্ন দেশে কর্মরত এ ইউপির বাসিন্দারা ১৬৪ সদস্য নিয়ে এ অঞ্চলে আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে প্রবাসী ইউনিট নামে একটি সামাজিক সংঘঠন। বিগত ৬ বছরে মুদাফরগঞ্জ ১২ টি গ্রামে হতদরিদ্র ও অসহায় মানুষদের মাঝে প্রায় ৯০ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছেন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদানের পাশাপাশি চিকিৎসা বাবদ অর্থ, মেয়েদের বিবাহ সহ দরিদ্র লোকদের ঘর প্রদান এবং প্রত্যেক ঈদে সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন এ সংঘঠনটি। (১৫ জুলাই) শুক্রবার মুদাফরগঞ্জ প্রবাসী ইউনিটের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও নতুন কার্যকরী কমিটিকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়।
মুদাফরগঞ্জ প্রবাসী ইউনিটেরে সভাপতি ফয়েজ উল্ল্যাহ’র সভাপতিত্বে ও প্রবাসী ইউনিটে সমন্বয়ক রবিউল আলম মজুমদার, পৃষ্ঠপোষক শাহজামাল খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুদাফরগঞ্জ দঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ সওদাগর, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন মজুমদার, সিনিয়র সহ সভাপতি অহিদ ভেন্ডার, জেলা প্রত্যাগত আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন কাঞ্চন, সড়ক ও জনপদ বিভাগের সহকারী প্রকৌশলী ইন্জিঃ আহসানউল্লা মজুমদার রতন, সাবেক ছাত্রনেতা জাকির হোসেন উথান, এনসিসি ব্যাংকের কর্মকর্তা জসিম উদ্দিন মুন্সি, যমুনা ব্যাংকের কর্মকর্তা কামরুজ্জামান স্বপন। এসময় প্রবাসী ইউনিটের সদস্য, দলীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ।
ছবিঃ শুক্রবার বিকালে মুদাফরগঞ্জ দঃ ইউনিয়ন জালাল মেমোরিয়াল হল রুমে প্রবাসী ইউনিটে নতুন কার্যকরী কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা’র ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।