শনিবার -৩০ জুলাই ,বিকেল সাড়ে ৬ টার দিকে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলাধীন ভোটমারি ইউনিয়নের , কালিকাপুর শোলমারী ৪ নং ওয়ার্ড এলাকায় মোঃ মোজাম্মেল হক মোজা (৪৭) বজ্রপাতে নিহত হয়েছে। এসময় ২ টি মহিষও মারা গেছে। মোজা কালিগন্জের কালিকাপুর শোলমারী ৪নং ওয়ার্ড, ভোটমারি এলাকার মৃত দবিয়ার রহমানের ছেলে। ঘটনার সময় তাহার বাড়ির পূর্ব পাশের চরে ঘাস খাওয়ানোর সময় হঠাৎ আকাশ অন্ধকার হয়ে বৃষ্টির
শুরু হলে ২ টি মহিষ সহ দ্রুত বাড়ি নিয়ে ফেরার পথে হঠাৎ আকস্মিকভাবে বজ্রপাতে ঘটনাস্থলেই মোঃ মোজাম্মেল হক মোজা ও সাথে থাকা মহিষ ২ টি মারা গেছে। পরবর্তীতে সংবাদ পেয়ে নিহতের আত্মীয়-স্বজন এলাকাবাসী এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। ঘটনাস্থলে ব্যাপক লোকজনের সমাগম হয়েছিল। কালিগঞ্জ থানা পুলিশ ঘটনার সংবাদ পেয়ে ঘটনা স্হল পরিদর্শন করেন। এমন ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমেছে।