1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে বর পক্ষের দ্বারা প্রতারিত কনে পক্ষ! কথা দিয়েও আসলো না বরপক্ষ। এলাকায় বেশ চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে। - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে দুস্থদের মাঝে গরু-ছাগল-টিউবওয়েল ও খাদ্যসামগ্রী বিতরণ করলেন দেলাওয়ার নকলা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি অনুদানের টাকা আত্মসাৎ ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের ওপর বিএনপি নেতার নেতৃত্বে সন্ত্রাসী হামলা, হত্যার চেষ্টা এক শ্রেনীর লোক আছে তাদের দেখতে বাংলাদেশী মনে হলেও তার মূলত ভিন্ন দেশী, ষড়যন্ত্রকারী — আমিনুল হক থানচিতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত চহ্লামং মারমা নবীগঞ্জে নারীকে হত্যা করে অন্যকে ফাঁসানোর চেস্টা ॥ ৪ জনের মৃত্যুদণ্ড ঠাকুরগাঁও — ২ আসনে দুই সাবেক এমপি ও ৩ চেয়ারম্যানের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার মামলা । মাগুরায় হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত মাগুরায় সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজন গ্রেপ্তার! মাগুরায় মিথ্যা অপপ্রচার ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন!

শ্রীপুরে বর পক্ষের দ্বারা প্রতারিত কনে পক্ষ! কথা দিয়েও আসলো না বরপক্ষ। এলাকায় বেশ চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে।

শ্রীপুর( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২২১ বার

গাজীপুরের শ্রীপুরে ফাহিমা (১৯) ও আকেব আহনাফ (২২)একে অপরকে ভালোবেসে গোপনে বিযে করেন।বিয়ের পর ঢাকায় বাসা ভাড়া করে স্বামী-স্ত্রী পরিচয়ে এক মাস সংসারও করেন তারা।মাস খানিক পর বিয়ের বিষয়টি জানতে পারে আকেব আহনাফের পরিবার। আকেব আহনাফের বাবা জাহাঙ্গীর আলম সিদ্ধান্ত নেন আমাদেরকে না জনিযে যেহেতু বিয়ে করেই ফেলেছে ছেলের বৌ এখন থেকে আমার বাড়িতে থাকবে।এমন কথায় ছিল জাহাংগীর আলমের জানিয়েছেন পুত্র বধু ফাহিমা। আনুষ্ঠানিকতার মাধ্যমে সামাজিকভাবে বিয়ে দিয়ে বাড়িতে ছেলের বৌকে উঠিয়ে নেয়ার আশ্বাসে পুত্রবধু ফাহিমাকে তার বাবার বাড়িতে রেখে যান স্বামী আকেব আহনাফ এর বাবা জাহাঙ্গীর আলম।

এরই মধ্যে সাপ্তাহ পার হলেও কোন ধরনের যোগাযোগ করেননি ছেলের পরিবার হতে।ছেলের পরিবারের সাথে একাধিকবার যোগাগযোগ করে কোন সদুত্তর না পেয়ে বিষয়টি স্হানীয় বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনকে জানানো হয়। চেয়ারম্যান আকেব আহনাফ এর বাবা-মাকে ডেকেপাঠিয় পরিষদের সকল জনপ্রতিনিধিদের উপস্থিতিতে জাহাংগীর আলম পুত্রবধুকে তার দ্রুত সময়েই বাড়িতে উঠিয়ে নেয়ার আশ্বাস দেন।সাথে শর্তজুড়ে দেন আমাদের পক্ষ থেকে মেয়ের বাড়ীতে ৫শত লোক মেহমান হিসেবে বরযাত্রী হয়ে যাবে।পরে মজলীসে ৩শত লোক মেহমান যাবে বলে মেযের পক্ষকে জানানো হয়।সিদ্ধান্তটি মেয়ের পক্ষে কষ্টস্বাধ্য হলেও মেয়ের সুখের কথা ভেবে চাপিয়ে দেয়া সিদ্ধান্ত মেনে নিয়ে মেয়েকে পাত্রস্হ করবে বলে স্হানীয় অর্থলগ্নীকারি প্রতিষ্ঠান হতে চড়া মুল্য ঋননেন মেযের পরিবার।গত ২৬/৬/২০২২ইং তারিখ বেশঘটা করে অনুষ্ঠান করেন।অনুষ্ঠানে সকল দাওযাতি মেহমান উপস্হিত থাকলেও উপস্হিত ছিলনা কোন বরযাত্রী।

শ্রীপুর উপজেলার বরমি ইউনিযনের ডালেশহর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকায় বেশ চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়।
এনিয়ে কথা হয় মেয়ের বাবার সাথে। মেয়ের বাবা জানান, কিস্তিতে ঋণের টাকা দিয়ে আমি আমার মেয়ের সুখের জন্য ছেলের পক্ষের সবশর্তমতে আমি আমার সাধ্যমত সবই করছি।তারা আমার সাথে এমন প্রতারনা করবে ভাবতেই পারিনি
এসব করে আমার পরিবার সামাজিক ভাবে চরমভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। আর্থিক ভাবে ক্ষতিগ্রস্হত হয়েছিই। আমি এর বিচার চাই। এসব বিষয়ে আকেব আহনাফ ও তার বাবা জাহাঙ্গীর আলমের কাছে জানতে তাদেন বাড়িতে গেলে কাউকেই পাওয়া যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, এ ঘটনার পর থেকেই সবাই বাড়ি থেকে পালিয়ে গেছে। এবিষয়ে ওই এলাকার আওয়ামীলীগের নেতা আব্দুল লতিফ শেখ বলেন, ঘটনাটি সত্য। আমরা এর ন্যায় বিচার চাই।

এ বিষয়ে বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, এটা ঠিক করেনি, আমার মাধ্যমে সবকিছু করে তারা মেয়ে আনতে গেল না, এটা অন্যায়।মেয়েকে অবশ্যই তাদের নিতে হবে।তানাহলে সামাজিকভাবে যা করার তা আমার পরিষদ হতে করব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম