গাজীপুরের শ্রীপুর উপজেলা গোসিংগা ইউনিয়ন পটকা- গাজিয়ারন সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আরসিসি পিলার ঢালাই করে ওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির নামে।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে যেয়ে দেখা যায়,স্হানীয় মোদির দোকানদার মোঃ মোশারফ তার দোকানের সামনে চলাচলের রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করে আরসিসি পিলার করে ওয়াল নির্মানের চেষ্ঠা করে।স্হানীয়দের বাধার কারনে সেবারের মত বন্ধ রাখে ওয়াল নির্মান।এব্যাপারে স্হানীয়দের সাথে কথা বলে জানাযায়, এলাকার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা এটি। রাস্তাটি দিয়ে যানবাহন,এ্যাম্বোলেন্স,ফায়ারসার্ভিসের গাড়ীসহ মালামাল আনা নেয়া হযে থাকে এটি দিয়েই।মোশারফ উদ্দেশ্যমুলকভাবে রাস্তার চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি এবং রাস্তার জমি দখলে নিতে ভাউন্ডারি ওয়াল নির্মান করছে।
এবিষয়ে গোসিংগা ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার ফারুক আহমেদ জানান, জনগনের স্বার্থে গতকালকে মোশাররফকে বাউন্ডারি নির্মাণে নিষেধ করা হয়েছে।
এবিষয়ে মোশাররফ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এখানে বাউন্ডারি নির্মাণ করছিনা। দোকানে ওঠা-নামা করতে সিড়ি নির্মাণ করছি। তবে এলাকার লোকজনের অভিযোগ থাকায় সিঁড়ি ভেঙে ফেলা হবে বলে জানান তিনি।