দিনাজপুর ৬ আসনের এমপি শিবলি সাদিক ও তার চাচা স্বপ্নপুরীর মালিক সাবেক সাংসদ দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ৭৭ দশমিক ৬১ একর জমি জোবরদখলের অভিযোগ এনে দিনাজপুর প্রেসক্লাবে আদিবাসীদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুলাই শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে নবাবগঞ্জ উপজেলার খালিপপুর গ্রামের মৃত জেঠা হেমরমের পুত্র গনেশ হেমরমের আয়োজনে এবং উল্লেখিত এলাকার ভুক্তভোগী অন্যান্য আদিবাসী জনগোষ্ঠির প্রতিনিধিদের উপস্থিততে জমিজোবর দখল প্রসঙ্গে জনার্কীন এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্যে তারা দাবী করেন,বিগত কয়েক দশক ধরে সংসদীয় এলাকার কুশদহ ইউনিয়নের বহু আদিবাসী মানুষের জমিজমা এমপি শিবলি সাদিক ও স্বপ্নপুরীর মালিক ভুমিদস্যু দেলোয়ার হোসেন জোবরদখল করেছে। এমপি শিবলি সাদিককে জমিজমা দখল এবং নির্যাতন নিপিড়নের ব্যাপারে জানালে তিনি শুধু বলেন, দেখছি। আর এরমধ্যেই আমরা দেলোয়ারের পোষ্য সন্ত্রাসী গুন্ডা বাহিনীর চালানো তান্ডব্যে প্রত্যেক আদিবাসী মানুষেরা সর্বশান্ত হয়ে পড়ি। আমরা আমাদের কৃষ্টি কালচার সহায় সম্পত্তিসহ এই জন্মভুমি বাংলাদেশেই মাথা উঁচু করে বাঁচতে চাই,এজন্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার কাছে সবরকমের সাহায্য ও সহযোগীতার মাধ্যমে ফিরে পেতে চাই আমাদের হারিয়ে সব জমি ও বসতভিটা।
আদিবাসী মানুষের স্বাদ ও স্বপ্ন চুড়মার করে এই জমির উপরে তারা গড়ে তুলেছে পিকনিক স্পট স্বপ্নপুরী। দেলোয়ার হোসেনের পোষ্য সন্ত্রাসী গুন্ডাবাহিনীর সদস্য আমিনুল হক, মো: মনোয়ার হোসেন, মো; আনার আলী, মো: আলমগীর হোসেন, মো: জাহাঙ্গীর আলম, এমপির পিএস মো: শামসুজ্জামান, এমপির ম্যানেজার মুক্তার আলী, মো: সেলিম, মো: মামুন, এমপি‘র পারমানেন্ট আমিন দীপক, সিরাজুল ইসলাম, তবজুল ইসলাম,বর্তমান ই্উপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আনারুল আজিম, মো: বুলবুল, আব্দুর রহিম, কুরবান আলী, মো: আলমাস, মো: মোজাহারসহ অজ্ঞাতনামা ৩০/৩৫ জনের নিয়মিত দেশত্যাগের হুমকি-ধমকি, ভয়ভীতি প্রদর্শন ও দখলবাজিতে আমরা অস্থির হয়ে পড়েছে। আমাদের জীবন ও সম্পদ রক্ষায় আমরা সরকারের সহযোগীতা প্রত্যাশা করছি নইলে অত্যাচারে বাধ্য হয়েই মাতৃভুমি ছেড়ে জীবন বাাঁচাতে পালাতে হবে।
সরকারের কাছে আমাদের দাবী উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি কিংবা দুদকের মাধ্যমে এমপি শিবলি সাদিক ও ভুমিদস্যু দেলোয়ার পরিবারের সহায় সম্পত্তির স্বচ্ছ তদন্ত করলেই থলের বিড়াল বেড়িয়ে আসবে। সরকার দলীয় এমপি হওয়ার কারণে অত্র এলাকায় একচ্ছত্র দাপট খাটিয়ে অনায়সেই অসহায় আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জমিজমা বসতভিটা জোবর দখল করে নিচ্ছে তারা। সংবাদ সম্মেলনে সকলের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সুজন টুডু ও উপস্থিত ছিলেন উকিল হেমরম, রুবেন মার্ডি, লুইস হাঁসদা ও খুকুমনি হেমরম প্রমুখ।