কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও হত্যাকান্ডের মুলোৎপাটনের লক্ষ্যে কর্মসূচি পালনের বিষয়ে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির এক জরুরী সভা ক্লাবের কাঙাল হরিনাথ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। রাত ৯ টায় জরুরী সভার সভাপতিত্ব করেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সোহেল রানা। বক্তব্য রাখেন সহ সভাপতি মীর আল আরেফিন বাবু, অধ্যাপক আমিরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ, মাহমুদ হাসান, সাংগঠনিক সম্পাদক আফরোজা আক্তার ডিউ, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক এস এম ওয়ালিদুজ্জামান শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সালমান শাহারিয়ার রাজু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল হক ডন, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম রেজা বাচ্চু, নির্বাহী সদস্য ফিরোজ কায়সার, জান্নাতুল ফেরদৌস, তৌফিক তপন, হাফিজুর রহমান জীবন, প্রমুখ।
সভায় ৮ দফা কর্মসূচি ঘোষণা করা হয়।
৮ দফা কর্মসূচি সমূহঃ
১. সাংবাদিক রুবেলের ঘাতকদের গ্রেফতার না হওয়া পর্যন্ত কুষ্টিয়ার স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা বন্ধ ঘোষণা।
২. শুক্রবার লাশ দাফন শেষে শহরের মজমপুর গেটে মহাসড়ক অবরোধ।
৩. শনিবার কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সামনে কলম বিরতি ।
৪. রবিবার ঈদের দিন নিহত সাংবাদিক রুবেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া খায়ের।
৫. কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির পক্ষ থেকে সোমবার নিহত রুবেলের কবর জিয়ারত।
৬. মঙ্গলবার কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসিতে খুঁনিদের গ্রেফতার দাবীতে গণস্বাক্ষর সংগ্রহ।
৭. বুধবার পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসুচি ও স্মারকলিপি প্রদান।
৮. বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসুচি ও স্মারকলিপি প্রদান।