সাতকানিয়া উপজেলার উত্তর ঢেমশায় এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসার স্থায়ী ভবন ও জামে মসজিদের নির্মাণকাজ ২০জুলাই বিকাল ৫টায় উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান আলহাজ্ব লায়ন আবদুল গাফ্ফার চৌধুরী, সেক্রেটারী আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন, দাতা কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ মাসুম উদ্দিন, অধ্যক্ষ মাওলানা দিদারুল আলম, হাফেজ মাওলানা মুহিউদ্দীন মাহবুব, মাওলানা এম সোলাইমান কাসেমী, ইন্জিনিয়ার মোহাম্মদ ইমরান, জনাব মাইনুদ্দিন হাসান দিদারুল, এডভোকেট জসিম উদ্দিন, মোহাম্মদ আবুল কাসেম, মোহাম্মদ জাকারিয়া, ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ টুনটু প্রমুখ।
মাদরাসা ও জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা দক্ষিণ চট্টগ্রামের একটি সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়তে পরিচালকগণ আন্তরিকতার সাথে কাজ করছে। পরিশেষে মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি, জমিদাতা আলহাজ্ব মোহাম্মদ আবু বশর আবু ও আহমদ রশিদ আমু’র জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।