চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। ২৪ জুলাই) রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনের সড়কে উক্ত র্যালি ও পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সাতকানিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর কতৃক উদ্যোগে সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা এর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত শর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ উন্নবী খোকন প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে কার্প জাতীয় মৎস্য উৎপাদনে সাতকানিয়ার মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী, সফল উদ্যোক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হারমিসসান ইন্টারন্যানাল নীল রতন দাশ গুপ্ত, পাঙ্গাস-তেলাপিয়া উৎপাদনে হাবিবুর বরহামন-কে প্রধান অতিথি সম্মাননা ক্রেস্ট প্রদান করা করেন।