নীলফামারীর সৈয়দপুরে তুচ্ছ ঘটনায় মোছাঃ বেলী (৪০) নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যার চেষ্টা করা হয়েছে। বর্তমানে তিনি সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন। গত মঙ্গলবার ভুক্তভোগী ওই গৃহবধূ সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বুধবার অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম।
পুলিশ ও অভিযোগের সূত্রে জানা যায়, শহরের বাঁশবাড়ী শেরে বাংলা স্কুল সংলগ্ন এলাকার আবুল হোসেনের মেয়ে বেলীর বিয়ে হয় একই এলাকার টালি মসজিদ সংলগ্ন কেয়াম হোসেনের ছেলে মুরাদ হোসেনের (৪৫) সাথে। বিয়ের পর থেকেই স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন নানা অজুহাতে তাকে শারীরিকভাবে নির্যাতন করে আসছে।
প্রতিবাদ করায় সংসার ছাড়া করতে মিথ্যে অপবাদসহ প্রাণনাশের হুমকীও দিয়ে আসছে। আমাদের ২ টি সন্তান হওয়ার পরও তাদের অত্যাচার বন্ধ হয়নি। বরং আরও বেড়ে গেছে। যেকারনে তাদের নির্যাতনে আমার কোমরে আঘাত পেয়ে মেরুদণ্ড ভেঙে যাওয়ায় অপারেশন করে পুরোদস্তুর রোগীতে পরিনত হয়েছি।
একারনে শহরের নতুন বাবুপাড়া এলাকার বি জামান রোডে নিজস্ব বাড়ি করে বসবাস করছি। ঘটনার দিন মেয়ের জন্মনিবন্ধন সনদ খুঁজে না পাওয়ার অজুহাতে রাত আনুমানিক ১ টার দিকে বেলীর গলাটিপে হত্যার চেষ্টা চালায় তার স্বামী মুরাদ। এনিয়ে ওই রাতেই শ্বশুর কিয়ামসহ দেবর সাজ্জাদ ও সুজন এসে নির্যাতন চালায়। খবর পেয়ে বাবার বাড়ির লোকজন এসে আমাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
এদিকে অভিযোগের বিষয়ে মুরাদ হোসেন বলেন, তার স্ত্রীর কথা সম্পূর্ণ মিথ্যে এবং উদ্দেশ্যমুলক। বরং আমিই স্ত্রী বেলী ও তার পরিবারের লোকজনের প্রতারণা ও শারীরিক নির্যাতনের শিকার। তারা সম্মিলিতভাবে কৌশলে আমার সর্বস্ব কেড়ে নিয়ে পথের ফকির বানিয়ে ফেলেছে। আমি এর বিচার চাই।
এব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।