চট্টগ্রামের রাউজানের হালদা নদীর শাখা খালে ভেসে উঠল বড় আকৃতির মৃত ডলফিন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রাউজান পৌরসভার ২নম্বর ওয়ার্ডের দক্ষিণ গহিরা এলাকায় হালদা নদী সংযুক্ত বুড়ি সর্তাখালে ডলফিনটি ভেসে উঠলে মো. হায়দার নামে স্থানীয় এক যুবক উদ্ধার করে।তিনি বলেন,বড় আকৃতির মৃত ডলফিনটির উচ্চতা ১০ ফুটের বেশি, ওজন প্রায় ২০০ কেজি। মুখে কোরবানী পশুর বর্জ্য (গরুর নাড়ী-ভুড়ি) আটকানো ছিল।বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়েছি।
এই প্রসঙ্গে হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, ‘বড় আকৃতির একটি গাঙ্গেয় ডলফিন ভেসে উঠার সংবাদ পেয়ে তথ্য সংগ্রহ করেছি।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জেনেছি মৃত ডলফিনটি অনেক বড় আকৃতির। হালদায় এর আগে এত বড় ডলফিন মারা যায়নি। মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা যাচ্ছে না, ডলফিনটি পচন ধরেছে।হালদা নদী ও শাখা খালে এই পর্যন্ত ৩৬টি ডলফিনের মৃত্যু হয়েছে।অপরদিকে বৃহস্পতিবার হালদা নদীর উত্তর মোহরা ও কচুখাইন এলাকায় নদীতে ৩ ঘন্টা অভিযান চালিয়ে প্রায় ৮ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করেছে নৌ থানা পুলিশ। সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, হালদা নদীতে অভিযান চালিয়ে ১ হাজার মিটার করে অবৈধ ৮টি চরঘেরা জাল জব্দ করেছি।এই অভিযান অব্যাহত থাকবে।