আশুলিয়া থানা পুলিশের এএসআই-এর বিরুদ্ধে এক সংবাদকর্মীর সাথে রুঢ় আচরণ করার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (০৪ জুলাই) দুপুর আড়াইটার সময় আশুলিয়া থানায় একটি তথ্য সংগ্রহ করতে গেলে আশুলিয়া থানা পুলিশের এএসআই ওয়াজেদ আলী ঢাকারিপোর্ট২৪ডটকমের সাভার প্রতিনিধির সাথে এমন আচরণ করেন তিনি।
ঢাকারিপোর্ট২৪ডটকমের সাভার প্রতিনিধি মোঃ আনোয়ার সুলতান বলেন, কয়েকদিন আগে আশুলিয়ার ভাদাইল এলাকায় এক পোশাক শ্রমিককে মারধর করে আহত করে তার প্রতিপক্ষ। আজ সকালে তিনি মারা যান। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়। আমি আর দৈনিক নয়া শতাব্দীর আশুলিয়া প্রতিনিধি তথ্য সংগ্রহের জন্য আশুলিয়া থানা পুলিশের এএসআই ওয়াজেদ আলীর কাছে যাই মামলার কপি আনার জন্য। এএসআই ওয়াজেদ আলী আশুলিয়া থানার মুন্সি। থানায় মামলা হলে সেই কপিগুলো ওই কর্মকর্তার কাছেই পাওয়া যায়। প্রথমে আমার সাথে থাকা ওই সংবাদকর্মী এএসআই ওয়াজেদের কাছে ভাদাইলে মারধরের মামলার কপি চান। তখন এএসআই বলেন মামলার নাম্বার বলতে। আমরা বললাম নাম্বার তো বলতে পারবো না তবে আশুলিয়ার ভাদাইল এলাকার ঘটনা। মামলার আইয়ূ এসআই রাজু মন্ডল। তখন পুলিশের ওই কর্মকর্তা ভুল বসত অন্য একটি মামলার কপি বের করে দিয়ে বলেন এটার ছবি তুলে নেন। পরে আমি মামলার ছবি তুলে থানার বাহিরে চলে আসি। এরপর মামলার কপি চেক করতে আমি পড়তে থাকি। আমার মনে হলো যদি ভুল করে অন্য মামলার কপি দেয় সেইজন্য। এরপর দেখি ওটা অন্য মামলার কপি। পরে আমি আবার যাই এএসআই ওয়াজেদ আলীর কাছে। গিয়ে বললাম এটা অন্য মামলার কপি। আমরা যেটা খুঁজছি এটা সেইটা নয়। পরে ওই কর্মকর্তা আবারও বলেন মামলার নাম্বার বলতে, কিন্তু আমরা নাম্বার জানি না বলে পুনরায় একি কথা বললাম। তারপর আবার যখন বলতে যাই তখন পুলিশের ওই কর্মকর্তা আমার সঙ্গে রুঢ় আচরণ করেন। তিনি উত্তেজিত হয়ে উচ্চস্বরে আমাকে ধমক দেন। আমি আর কিছু না বলে ওখান থেকে চলে আসি।
তিনি আরও বলেন, একটা তথ্য চাওয়ায় থানার একজন কর্মকর্তা এমন রুঢ় আচরণ করবে এটা আমার কাছে খুবই দুঃখজনক। আমরা তথ্যের জন্য কি থানায়ও যেতে পারবো না। তাদের সাথে কথাও বলতে পারবো না। তিনি যদি ব্যস্ত থাকতেন তাহলে আমাকে বলতে পারতো ভাই পরে আসেন এখন একটু ব্যস্ত আছি। একজন সাধারণ মানুষ তাদের সাথে কথা বলবে কিভাবে যেখানে আমাদের সাথেই এমন আচরণ?
এর আগে, গত শুক্রবার আশুলিয়া ভাদাইলের মধ্যপাড়া এলাকায় ডেকে নিয়ে রাকিবুল ইসলাম উজ্জ্বল (২৪) নামের এক পোশাক শ্রমিকের ওপর হামলা চালায় তার প্রতিপক্ষরা। এঘটনায় আহত হওয়ার ৪ দিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (৪ জুলাই) সকালে সাভরের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়। সেই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর পরিবার। মুলত সেই মামলার কপি চাওয়ায় এমন রুঢ় আচরণ করেন পুলিশের ওই কর্মকর্তা।
এবিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানা পুলিশের ওই কর্মকর্তা (এএসআই) ওয়াজেদ আলী এঘটনার কথা অস্বীকার করে তিনি বলেন, এমন কোনো কিছুই হয়নি। আমার কাছে সারাদিন অনেক লোকজন আসে। কে কোন বিষয় নিয়া আসে মাথায় থাকে না। তাই সব ডকুমেন্টস খুলে রাখি এবং যে যা জানতে চায় সেটাই বলে দেই।
এব্যাপারে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম বলেন, আপনি লিখিত অভিযোগ দিতে পারেন। লিখিত অভিযোগ না দিলে আমি কিছু করতে পারবো না। আপনি অভিযোগটা পুলিশ সুপার বরাবর করতে পারেন।
মোহাম্মদ