ঢাকা জেলা সাভার উপজেলায় আশুলিয়ার সিনিয়র সাংবাদিক, আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহ আলমকে হয়রানী করতে কামাল(হল কামাল) ও মাসুদ(অটো মাসুদ) মানিকগঞ্জ ম্যাজিস্ট্রেট কোর্টে সাজানো মিথ্যা ভুয়া মামলা দায়ের করিয়ে অপপ্রচার চালিয়ে তার মান সন্মান নষ্ট করার পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া যায়।
মিথ্যা ও বানোয়াট মামলার বাদীনির যে ঠিকানা দেওয়া আছে, সেই ঠিকানায় বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে জানা যায় সেখানে বেবী নামে কেউ থাকেন না ।
মামলা দায়েরকালীন বেবী আক্তার যে জন্ম নিবন্ধনের কপি দেখিয়েছেন তা অনলাইনে সার্চ দিয়ে দেখা যায় এই নামে কোন লোক নাই, মুলত এটা ভুয়া কাগজপত্র, সব সাজানো।
মামলাকে কেন্দ্র করে যারা অপ-প্রচার করে যাচ্ছে তাদের কেউ বাদীনি ও তার ছবি দিতে পারেনি এতে প্রমান হয় তারা পরিকল্পিত ভাবে এই মামলা সাজিয়েছে, সম্প্রতিক আশুলিয়া রিপোর্টার্স ক্লাব থেকে বহিঃস্কার হওয়া সাঈম সরকার,অটো মাসুদ, হল কামালসহ একটি চক্র শত্রুতার বশবর্তী হয়ে এ ধরনের মামলা করেছে।
এ ব্যাপারে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহ আলম বলেন, যদি কেউ মামলার বাদী বেবী আক্তারের সন্ধান দিতে পারে তাকে নগদ এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।
এছাড়া কামাল, মাসুদ ও সাঈম সরকার এর বিরুদ্ধে আশুলিয়া থানায় ও ডিবি অফিসে ৪টি মামলা চলমান ও ৩টি জিডি করা আছে, মিথ্যা সাজানো মামলা দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এধরনের মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কার্যনিবাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ নুর আলম সিদ্দিকী মানুসহ কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সাধারণ সদস্যরাও।
তারা অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবীও করেছেন।