চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৩নং পৌরসভার ৯নং শিবপুর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
বুধবার (২৭ জুলাই) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। শূন্য পদের এ নির্বাচনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহ কামাল চৌধুরী। তার নিকটতম প্রতিদন্ধী জাহেদ চৌধুরী ফারুক পেয়েছেন ৫২৪ ভোট।
এছাড়া প্রতিদ্বন্দ্বী মোঃ লিয়াকত আলী ৩১১ ও কামাল হোসেন পান ২৭১ ভোট।
বুধবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ চলে। অধিকতর ঝুঁকিপুর্ণ বিধায় এ নির্বাচনকে ঘিরে একজন ম্যাজিস্টেটের নেতৃত্বে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। ফলে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপুর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
উল্লেখ্য, ২০২০ সালে সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে নির্বাচিত হন জুলফিকার আলি মাসুদ শামীম। ২০২১ সালের ১৯ ডিসেম্বর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলে আসনটি শূন্য হয়ে যায়।
এই নির্বাচনে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্টেট আশরাফুল আলম বলেন, নির্বাচনে ভোটাররা ইভিএম এর মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোট প্রয়োগ করেছেন। তাছাড়া কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ায় নির্বাচন সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।