নরসিংদী পৌর শহরের গোলাপ চত্ত্বর (বাজির মোড়) খন্দকার জেনারেল হাসপাতালে সৌদী প্রবাসী মামুন ইসলামের স্রী রশনি আক্তার( ২০)সিজার ছাড়াই তিনটি বাচ্চা প্রসব করে। এই খবর পরিবার ও এলাকায় পৌছলে আনন্দের বন্যা বইতে শুরু করে। হাসপাতালের তথ্য সুত্রে জানাযায বানছারামপুর থানার তেজখালী গ্রামের রশনি আক্তার সন্তান প্রসব করানোর জন্য নরসিংদী খন্দকার জেনারেল হাসপাতালে ভর্তি হন।
হাসপাতালে ভর্তির পর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ এনামুল হক এর নির্দেশনায় আল্টাসনোগ্রাম করানো হয় এবং আল্টাসনোগ্রামে পেটে দুইটা বাচ্চা দেখা যায। এদিকে রশনি আক্তারের ব্যাথা অনুভব শুরু হয়। রশনি আক্তারের অভিভাবকরা দ্রুত সিজার করানোর জন্য ডাক্তারের সহযোগিতা চায় কিন্তু ডাঃ এনামুল হক তাদের ধৈয্য ধারন করতে বলেন এবং সিজার ছাড়াই সন্তান প্রসব হবে জানান এর ত্রিশ মিনিট পর ব্যাথার মাত্রা বেড়ে যায এবং পরপর তিনটি ফুটফুটে বাচ্ছা প্রসব করে এবং মা ও সন্তান সম্পূর্ণ সুস্থ আছে । এই খবরে পরিবার ও এলাকায় আনন্দের বন্যা বইছে।
খন্দকার জেনারেল হাসপাতালের চেয়ারম্যান আব্দুল মতিন খন্দকার বলেন আমরা রোগিদের নরমাল ডেলিভারীর পরামর্শ দিয়ে থাকি তারই বহিঃপ্রকাশ এটি। রোগিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের হাসপাতালের প্রথম শর্ত এই চিন্তা চেতনা নিয়েই আমরা হাসপাতালটি পরিচালনা করে আসছি