খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগন শপথ গ্রহন করেছে।
২৭ জুলাই বুধবার দুপুরে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ অনুষ্ঠিত হয়।
শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন।
উল্লেখ্য যে গত ১৫ ই জুন গুইমারা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নৌকা প্রতিক নিয়ে ৮৫৯০ ভোট পেয়ে নির্বাচিত হন।
পুরুষ ভাইস চেয়ারম্যান ৭৮৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয় আওয়ামী লীগ নেতা কংজরী মারমা ও মহিলা ভাইস চেয়ারম্যান ১০৮১৬ ভোট পেয়ে নির্বাচিত হন বর্তমান ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেত্রী ঝর্না ত্রিপুরা।